Tanvir
Favoured Frenzy
ভালোবাসার বাণী এনেছি তোমার জন্য,
মুখোমুখি বসে, দুই হৃদয় মিলে,
জাগে মনে প্রেমের বীণা।
চোখে চোখ রেখে, মনের আবেগ দিয়ে,
ভালোবাসার ফুল ফোটাবো তোমার মনে।
আকাশের নীলে হারিয়ে যাব দু’জন,
জমে উঠে হৃদয়ে ভালোবাসার কোণ।
সে ভালোবাসা মহাকাব্য হয়ে হৃদয়ে,
ভালোবাসার বাণী শোনাবে প্রিয় সখি,
মধুর স্বরে গাইব, হৃদয় পূর্ণ ভক্তি।
ভালোবাসার গানে মন উঠবে ভরে,
হৃদয়ের মাঝে খুঁজে পায় মিষ্টি স্বপ্নে।
বাঁধা পড়েছে এ হৃদয় তোমারই প্রেমে,
তুমি আমার আধারের আলো,
তোমাকেই আমি বেসেছি ভালো।
মুখোমুখি বসে, দুই হৃদয় মিলে,
জাগে মনে প্রেমের বীণা।
চোখে চোখ রেখে, মনের আবেগ দিয়ে,
ভালোবাসার ফুল ফোটাবো তোমার মনে।
আকাশের নীলে হারিয়ে যাব দু’জন,
জমে উঠে হৃদয়ে ভালোবাসার কোণ।
সে ভালোবাসা মহাকাব্য হয়ে হৃদয়ে,
ভালোবাসার বাণী শোনাবে প্রিয় সখি,
মধুর স্বরে গাইব, হৃদয় পূর্ণ ভক্তি।
ভালোবাসার গানে মন উঠবে ভরে,
হৃদয়ের মাঝে খুঁজে পায় মিষ্টি স্বপ্নে।
বাঁধা পড়েছে এ হৃদয় তোমারই প্রেমে,
তুমি আমার আধারের আলো,
তোমাকেই আমি বেসেছি ভালো।