Tanvir
Favoured Frenzy
ভালোবাসার গীত শোনাবো,
প্রেমেতে হৃদয় ভরিয়ে দিবো,
কাছে এসো আমার,
চিরকাল থেকো পাশে,
ভালবাসবো দু’জন দু’জনার।
আকাশের মতন অসীম ভালোবাসা,
রেখেছি তোমার জন্য,
তুমি আমার জীবনে,
সুখের বৃষ্টি হয়ে এসো।
জীবনের কঠিন সময়ে
কাছে থেকো তুমি,
হৃদয়ে রয়েছো সব সময়,
ও গো মোর রাজরাণী।
ভালোবাসার স্রোতে আমি,
তোমার দিকে বহমান,
এ হৃদয়ে প্রতিটি ছবি তোমার,
হৃদয়ে মোর ভালোবাসা আকাশ সমান।
চিরকাল থাকবে তো পাশে,
কথা যদি দাও,
ভালোবাসা দিয়ে রাঙ্গিয়ে দেব,
তুমি আমার জীবনের শেষ সম্বল।
প্রেমেতে হৃদয় ভরিয়ে দিবো,
কাছে এসো আমার,
চিরকাল থেকো পাশে,
ভালবাসবো দু’জন দু’জনার।
আকাশের মতন অসীম ভালোবাসা,
রেখেছি তোমার জন্য,
তুমি আমার জীবনে,
সুখের বৃষ্টি হয়ে এসো।
জীবনের কঠিন সময়ে
কাছে থেকো তুমি,
হৃদয়ে রয়েছো সব সময়,
ও গো মোর রাজরাণী।
ভালোবাসার স্রোতে আমি,
তোমার দিকে বহমান,
এ হৃদয়ে প্রতিটি ছবি তোমার,
হৃদয়ে মোর ভালোবাসা আকাশ সমান।
চিরকাল থাকবে তো পাশে,
কথা যদি দাও,
ভালোবাসা দিয়ে রাঙ্গিয়ে দেব,
তুমি আমার জীবনের শেষ সম্বল।