কি পেতে চাই আর কি ছেড়ে দিতে চাই তা আমি নিজেই জানিনা। তুমিও জানোনা তুমি কি চাও।আমরা সব দিক হিন দিগন্তের দিকে ছুটে চলা পথিক। কোন এক অজানা চাহিদার পানে আমরা অবিরাম ছুটে চলেছি, কিন্তু কি সেই চাহিদা সেটা আর আবিষ্কারক করতে পারছিনা। হয়তো সৌর জগৎ যেমন ছায়া পথে ছুটে চলে আপন নিয়মে আমরাও নিয়মের বশবর্তী হয়েই ছুটে চলেছি। তোমাকে পেয়েও আমি পেতে চাইনা, বোধ হয় দূরে সরিয়েই শান্তি পাবো কিন্তু তাও শান্তি তো পাচ্ছিনা। মনের মণিকোঠায় এক গভীর আলোড়ন চলছে সে আলোড়ন খুবই বিব্রতকর। আমি ভাবি আমি স্বয়ং সম্পূর্ণ আমার কিছু চাইনা, কাউকে চাইনা কিন্তু পরক্ষণেই ভাবি কিছু তো একটা না পাওয়া থেকেই গেছে, যেটা আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু খুঁজে পাওয়ার উপায় ভুলে গেছি।।