**** ব্যাঙের বিয়ে ****
বৃষ্টি পরে টাপুর টুপুর
খেজুর পাতায় বাজে নুপুর
ব্যাঙেরা সব আনন্দেতে
করছে ঘ্যাঙর ঘ্যাঙ ,
আকাশ জুড়ে মেঘ যে ভাসে
বুক চিরে তার বিজলী হাসে ,
এই বুঝি আবার বৃষ্টি আসে
ভাবছে, ছাতার নিচে ব্যাঙ i
বৃষ্টি থামার একটু পরে
মাটির সোঁদা গন্ধ নিয়ে
সাঁঝ বেলাতে ঝিঝির ডাকে
সোনা ব্যাঙের বিয়ে i
কোলা ব্যাঙ বর সেজেছে
টোপর মাথায় দিয়ে ......
বৃষ্টি পরে টাপুর টুপুর
খেজুর পাতায় বাজে নুপুর
ব্যাঙেরা সব আনন্দেতে
করছে ঘ্যাঙর ঘ্যাঙ ,
আকাশ জুড়ে মেঘ যে ভাসে
বুক চিরে তার বিজলী হাসে ,
এই বুঝি আবার বৃষ্টি আসে
ভাবছে, ছাতার নিচে ব্যাঙ i
বৃষ্টি থামার একটু পরে
মাটির সোঁদা গন্ধ নিয়ে
সাঁঝ বেলাতে ঝিঝির ডাকে
সোনা ব্যাঙের বিয়ে i
কোলা ব্যাঙ বর সেজেছে
টোপর মাথায় দিয়ে ......