বৃষ্টি,
বাইরে অঝোর ধারায় ঝরছে শেষ শ্রাবণের বৃষ্টি। আমি ব্যালকোনিতে সকাল বেলা এক কাপ চা হাতে নিয়ে দেখছি সেই বৃষ্টি আর কানে বাজছে, " আজি ঝর ঝর মুখরো বাদলো দিনে " সত্যি কিছুতে মন লাগছে না। খালি মন চলে যাচ্ছে সেই অতিতে, সে দিনও ছিলো এই রকম বাধ ভাঙ্গা বৃষ্টি। হটাত তুমি বলেছিলে চলো আজ তুমি আর আমি বৃষ্টিতে ভিজবো। আমি ছাতা টা খুলে বলেছিলাম, চলো, তুমি আমার হাত থেকে ছাতা টা নিয়ে শ্রাবণের বৃষ্টি ভেঁজা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলেছিলে, না আজ কোনো বাধা থাকবে না তোমার আমার আর বৃষ্টির মাঝে। তোমার সেই উচ্ছল ছেলেমানুষী দেখে আমারো মনে কেমন ঘোর লেগে গিয়েছিল, আমি তোমাকে এক ঝটকায় আমার বুকের মাঝে টেনে নিয়েছিলাম। আর তুমিও আমাকে দু হাতে জড়িয়ে ধরেছিলে আর বৃষ্টি মহা আনন্দে আমাদের দু জনকে ভিজিয়ে দিচ্ছিল। বৃষ্টি ভেঁজা তোমার শাড়ি তোমার শরীরে লেপ্টে গিয়ে তোমাকে আরো মহময়ী করে তুলেছিলো। আমি দেখছিলাম তোমার বৃষ্টি ভেঁজা টুকটুকে লাল ঠোঁট দুটো, আমি আর থাকতে না পেরে তোমার ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরেছিলাম। আর বৃষ্টি ও আপন মনে আমাদের দু জনকে ভিজিয়ে যাচ্ছিল। আমি কেমন ঘোরের মধ্যে যেন শুনতে পেলাম তুমি বলছো, আমিইতো তোমার বৃষ্টি , আমাকে ভালো করে জড়িয়ে ধরো, আমার শীত করছে।
হটাৎ চমক ভাঙতে দেখি হাতে ধরা চা ঠান্ডা হয়ে যাচ্ছে।
চিৎকার করে শ্রাবণের বৃষ্টি কে আমার বলতে ইচ্ছে করলো বৃষ্টি আমি যে এক কাপ চায়ে তোমাকেই চাই। ****---
বাইরে অঝোর ধারায় ঝরছে শেষ শ্রাবণের বৃষ্টি। আমি ব্যালকোনিতে সকাল বেলা এক কাপ চা হাতে নিয়ে দেখছি সেই বৃষ্টি আর কানে বাজছে, " আজি ঝর ঝর মুখরো বাদলো দিনে " সত্যি কিছুতে মন লাগছে না। খালি মন চলে যাচ্ছে সেই অতিতে, সে দিনও ছিলো এই রকম বাধ ভাঙ্গা বৃষ্টি। হটাত তুমি বলেছিলে চলো আজ তুমি আর আমি বৃষ্টিতে ভিজবো। আমি ছাতা টা খুলে বলেছিলাম, চলো, তুমি আমার হাত থেকে ছাতা টা নিয়ে শ্রাবণের বৃষ্টি ভেঁজা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলেছিলে, না আজ কোনো বাধা থাকবে না তোমার আমার আর বৃষ্টির মাঝে। তোমার সেই উচ্ছল ছেলেমানুষী দেখে আমারো মনে কেমন ঘোর লেগে গিয়েছিল, আমি তোমাকে এক ঝটকায় আমার বুকের মাঝে টেনে নিয়েছিলাম। আর তুমিও আমাকে দু হাতে জড়িয়ে ধরেছিলে আর বৃষ্টি মহা আনন্দে আমাদের দু জনকে ভিজিয়ে দিচ্ছিল। বৃষ্টি ভেঁজা তোমার শাড়ি তোমার শরীরে লেপ্টে গিয়ে তোমাকে আরো মহময়ী করে তুলেছিলো। আমি দেখছিলাম তোমার বৃষ্টি ভেঁজা টুকটুকে লাল ঠোঁট দুটো, আমি আর থাকতে না পেরে তোমার ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরেছিলাম। আর বৃষ্টি ও আপন মনে আমাদের দু জনকে ভিজিয়ে যাচ্ছিল। আমি কেমন ঘোরের মধ্যে যেন শুনতে পেলাম তুমি বলছো, আমিইতো তোমার বৃষ্টি , আমাকে ভালো করে জড়িয়ে ধরো, আমার শীত করছে।
হটাৎ চমক ভাঙতে দেখি হাতে ধরা চা ঠান্ডা হয়ে যাচ্ছে।
চিৎকার করে শ্রাবণের বৃষ্টি কে আমার বলতে ইচ্ছে করলো বৃষ্টি আমি যে এক কাপ চায়ে তোমাকেই চাই। ****---