Bose Arun
Favoured Frenzy
*** বৃষ্টি ***
বৃষ্টি ভেঁজা সুনীল আকাশ
হালকা মেঘের ভেলা,
খুশীর হাওয়া গাছে গাছে
রোদ বৃষ্টির খেলা।
টুপ টুপ টুপ বৃষ্টি ঝরে
আকাশ থেকে ইলশে গুড়ি,
সাদা মেঘের নৌকো চড়ে
পথিক পাখি যায় যে উড়ি।
রোদ বৃষ্টি কান্না হাসি
আকাশ ওড়া টিয়ার ঝাঁকে,
আলোর ঝিলিক যায় যে দেখা
শ্রাবণ মাসের মেঘের ফাঁকে।
বৃষ্টি ভেঁজা নীল শারীতে
মনটা তোমার বেজায় খুশী,
তুমি আমার বৃষ্টি হলে
তাইতো তোমায় ভালোবাসি ****
বৃষ্টি ভেঁজা সুনীল আকাশ
হালকা মেঘের ভেলা,
খুশীর হাওয়া গাছে গাছে
রোদ বৃষ্টির খেলা।
টুপ টুপ টুপ বৃষ্টি ঝরে
আকাশ থেকে ইলশে গুড়ি,
সাদা মেঘের নৌকো চড়ে
পথিক পাখি যায় যে উড়ি।
রোদ বৃষ্টি কান্না হাসি
আকাশ ওড়া টিয়ার ঝাঁকে,
আলোর ঝিলিক যায় যে দেখা
শ্রাবণ মাসের মেঘের ফাঁকে।
বৃষ্টি ভেঁজা নীল শারীতে
মনটা তোমার বেজায় খুশী,
তুমি আমার বৃষ্টি হলে
তাইতো তোমায় ভালোবাসি ****