Bose Arun
Favoured Frenzy
** বৃষ্টি তুমি কার ***
****
প্রশ্ন করি বৃষ্টি তুমি কার ?
শ্রাবন সাঁঝের কাজলা
মেঘ বলছে বারে বার
তুমি জানো, আমি তোমার ।
টাপুর টুপুর নুপুর পায়
তোমার মনে বর্ষা রাতে
ভিজিয়ে দিয়ে স্বপ্ন
গুলো বলছে বারে বার
তুমি আমার, তুমি আমার i
প্রশ্ন করি বৃষ্টি তুমি
আমায় ভালোবাসো ?
বৃষ্টি বলে তুমি যখন
আমার কাছে আসো
তোমার হাতে হাতটি রেখে
ইলসে গুরি বৃষ্টি হয়ে
তোমায় বলি আমায়
দেখে মিষ্টি করে হাসো i
বৃষ্টি আমায় প্রশ্ন করে
মনটা তোমার কার ?
আমি বলি আমায় যে
ভালবাসে মনটা হোলো তার ।
বৃষ্টি তুমি দুষ্টু মেয়ে লুকিয়ে
আছো ঈশান কোণে
কখন আবার চুপটি করে
বসে থাক আমার মনে i
আমি জানি বৃষ্টি
তুমি আমায় ভালোবাসো
তাইতো তুমি আকাশ ভেঙ্গে
আমার কাছে আসো ।
তোমার ছোঁয়ায় স্বপ্ন
আমার, ভেজে বার বার ,
বৃষ্টি তুমি ভালোই জানো,
আমি শুধুই তোমার ।
****
প্রশ্ন করি বৃষ্টি তুমি কার ?
শ্রাবন সাঁঝের কাজলা
মেঘ বলছে বারে বার
তুমি জানো, আমি তোমার ।
টাপুর টুপুর নুপুর পায়
তোমার মনে বর্ষা রাতে
ভিজিয়ে দিয়ে স্বপ্ন
গুলো বলছে বারে বার
তুমি আমার, তুমি আমার i
প্রশ্ন করি বৃষ্টি তুমি
আমায় ভালোবাসো ?
বৃষ্টি বলে তুমি যখন
আমার কাছে আসো
তোমার হাতে হাতটি রেখে
ইলসে গুরি বৃষ্টি হয়ে
তোমায় বলি আমায়
দেখে মিষ্টি করে হাসো i
বৃষ্টি আমায় প্রশ্ন করে
মনটা তোমার কার ?
আমি বলি আমায় যে
ভালবাসে মনটা হোলো তার ।
বৃষ্টি তুমি দুষ্টু মেয়ে লুকিয়ে
আছো ঈশান কোণে
কখন আবার চুপটি করে
বসে থাক আমার মনে i
আমি জানি বৃষ্টি
তুমি আমায় ভালোবাসো
তাইতো তুমি আকাশ ভেঙ্গে
আমার কাছে আসো ।
তোমার ছোঁয়ায় স্বপ্ন
আমার, ভেজে বার বার ,
বৃষ্টি তুমি ভালোই জানো,
আমি শুধুই তোমার ।