• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

বৃষ্টি তুমি কার

Bose Arun

Favoured Frenzy
** বৃষ্টি তুমি কার ***
****

প্রশ্ন করি বৃষ্টি তুমি কার ?
শ্রাবন সাঁঝের কাজলা
মেঘ বলছে বারে বার

তুমি জানো, আমি তোমার ।

টাপুর টুপুর নুপুর পায়
তোমার মনে বর্ষা রাতে

ভিজিয়ে দিয়ে স্বপ্ন
গুলো বলছে বারে বার

তুমি আমার, তুমি আমার i

প্রশ্ন করি বৃষ্টি তুমি
আমায় ভালোবাসো ?

বৃষ্টি বলে তুমি যখন
আমার কাছে আসো

তোমার হাতে হাতটি রেখে
ইলসে গুরি বৃষ্টি হয়ে

তোমায় বলি আমায়
দেখে মিষ্টি করে হাসো i


বৃষ্টি আমায় প্রশ্ন করে
মনটা তোমার কার ?

আমি বলি আমায় যে
ভালবাসে মনটা হোলো তার ।


বৃষ্টি তুমি দুষ্টু মেয়ে লুকিয়ে
আছো ঈশান কোণে

কখন আবার চুপটি করে
বসে থাক আমার মনে i


আমি জানি বৃষ্টি
তুমি আমায় ভালোবাসো

তাইতো তুমি আকাশ ভেঙ্গে
আমার কাছে আসো ।

তোমার ছোঁয়ায় স্বপ্ন
আমার, ভেজে বার বার ,

বৃষ্টি তুমি ভালোই জানো,
আমি শুধুই তোমার ।
 
** বৃষ্টি তুমি কার ***
****

প্রশ্ন করি বৃষ্টি তুমি কার ?
শ্রাবন সাঁঝের কাজলা
মেঘ বলছে বারে বার

তুমি জানো, আমি তোমার ।

টাপুর টুপুর নুপুর পায়
তোমার মনে বর্ষা রাতে

ভিজিয়ে দিয়ে স্বপ্ন
গুলো বলছে বারে বার

তুমি আমার, তুমি আমার i

প্রশ্ন করি বৃষ্টি তুমি
আমায় ভালোবাসো ?

বৃষ্টি বলে তুমি যখন
আমার কাছে আসো

তোমার হাতে হাতটি রেখে
ইলসে গুরি বৃষ্টি হয়ে

তোমায় বলি আমায়
দেখে মিষ্টি করে হাসো i


বৃষ্টি আমায় প্রশ্ন করে
মনটা তোমার কার ?

আমি বলি আমায় যে
ভালবাসে মনটা হোলো তার ।


বৃষ্টি তুমি দুষ্টু মেয়ে লুকিয়ে
আছো ঈশান কোণে

কখন আবার চুপটি করে
বসে থাক আমার মনে i


আমি জানি বৃষ্টি
তুমি আমায় ভালোবাসো

তাইতো তুমি আকাশ ভেঙ্গে
আমার কাছে আসো ।

তোমার ছোঁয়ায় স্বপ্ন
আমার, ভেজে বার বার ,

বৃষ্টি তুমি ভালোই জানো,
আমি শুধুই তোমার ।
Kobita gulo sob ki tomar lekha
 
Kobita gulo sob ki tomar lekha
ha .... sobi amar nijer lekha ... ekhane ami fake name achhi ... amar original .. pabe Face book e .... okhane amar nijer group o achhe
ami Face booker age Orkuteo amar account chhilo ... group chhilo .... Sonar tori . 5000 members ... amar nijer group ...ekhono Face book e amar purano namei group ta chhe . Sonar Tori
 
** বৃষ্টি তুমি কার ***
****

প্রশ্ন করি বৃষ্টি তুমি কার ?
শ্রাবন সাঁঝের কাজলা
মেঘ বলছে বারে বার

তুমি জানো, আমি তোমার ।

টাপুর টুপুর নুপুর পায়
তোমার মনে বর্ষা রাতে

ভিজিয়ে দিয়ে স্বপ্ন
গুলো বলছে বারে বার

তুমি আমার, তুমি আমার i

প্রশ্ন করি বৃষ্টি তুমি
আমায় ভালোবাসো ?

বৃষ্টি বলে তুমি যখন
আমার কাছে আসো

তোমার হাতে হাতটি রেখে
ইলসে গুরি বৃষ্টি হয়ে

তোমায় বলি আমায়
দেখে মিষ্টি করে হাসো i


বৃষ্টি আমায় প্রশ্ন করে
মনটা তোমার কার ?

আমি বলি আমায় যে
ভালবাসে মনটা হোলো তার ।


বৃষ্টি তুমি দুষ্টু মেয়ে লুকিয়ে
আছো ঈশান কোণে

কখন আবার চুপটি করে
বসে থাক আমার মনে i


আমি জানি বৃষ্টি
তুমি আমায় ভালোবাসো

তাইতো তুমি আকাশ ভেঙ্গে
আমার কাছে আসো ।

তোমার ছোঁয়ায় স্বপ্ন
আমার, ভেজে বার বার ,

বৃষ্টি তুমি ভালোই জানো,
আমি শুধুই তোমার ।
:clapping:
 
Top