**** বৃদ্ধ বছর ****
বছর হয়ে গেছে বৃদ্ধ
অনেক দিনের যুদ্ধ,
আজ হয়ে গেল শেষ
ক্লান্ত বছরের ক্লান্তির রেশ i
তবু কেন নেয়না বিদায়
মন যে সবার সূর্যের পানে চায় i
বলে..হে সূর্য় আলো দাও
নতুন দিনের শক্তি জাগাও i
ফেলে আসা হিসেব নিকেষ
চলে যাক ঝরা পাতায়,
আজ নতুন ফুল ফুটেছে
গাছের শাখায় i
তবু কেনো মনটা কেমন করে
অতীত দিনের স্মৃতি গুলো
আসে ফিরে ফিরে ,
জানি বৃদ্ধ বছর হারিয়ে গেছে
অনেক স্মৃতির ভীরে i
****** **********--
বছরের শেষ দিনে সবাইকে জানাই
আমার অশ্রু সিক্ত বর্ষবিদায়,আর আগামী
নতুন বছরের অভিনন্দন আর শুভ কামনা।
বছর হয়ে গেছে বৃদ্ধ
অনেক দিনের যুদ্ধ,
আজ হয়ে গেল শেষ
ক্লান্ত বছরের ক্লান্তির রেশ i
তবু কেন নেয়না বিদায়
মন যে সবার সূর্যের পানে চায় i
বলে..হে সূর্য় আলো দাও
নতুন দিনের শক্তি জাগাও i
ফেলে আসা হিসেব নিকেষ
চলে যাক ঝরা পাতায়,
আজ নতুন ফুল ফুটেছে
গাছের শাখায় i
তবু কেনো মনটা কেমন করে
অতীত দিনের স্মৃতি গুলো
আসে ফিরে ফিরে ,
জানি বৃদ্ধ বছর হারিয়ে গেছে
অনেক স্মৃতির ভীরে i
****** **********--
বছরের শেষ দিনে সবাইকে জানাই
আমার অশ্রু সিক্ত বর্ষবিদায়,আর আগামী
নতুন বছরের অভিনন্দন আর শুভ কামনা।
Last edited: