Tanvir
Favoured Frenzy
আজ থেকে কবিতা দেওয়া বন্ধ করলাম। অন্য কিছু দেব। বুঝতে পারেনি একটি ভুলের জন্য কারো সাথে সম্পর্ক নষ্ট হবে। আমি চাই না কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে। ছোট থেকে একা একা বড় হয়েছি। মা বাবা কেউ নাই ছোট থাকতে তাদের দুইজন কে হারিয়েছি। জীবনে অনেক সংগ্রাম করে এই পর্যন্ত তাই তোমাদের সাথে এসে আনন্দে থাকি। বাট আমার চাকুরীর জয়েন্ট যেট 1 ফেব্রুয়ারী তার পর থেকে অনেক ব্যস্থ হয়ে যাব। যদি কখনো আমার লেখা দ্বারা কারো কোন কষ্ট হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাইনা আমার সাথে কারো দ্বন্দ থাকুক। আমি চাই আমরা সবাই একটি পরিবার হয়ে থাকি।