Bose Arun
Favoured Frenzy
***** বিশ্বাস *****
@@@@
যদি তুমি প্রশ্ন করো
বিশ্বাসের মানে কি ,
পারবোনা বলতে আমি,
এটা এমন একটা শব্দ যাকে
বিশ্বাস করাটাই কঠিন ।
আমি তোমার কাছে বিশ্বস্ত
তুমি আমার কাছে, এটা
অনাদি কাল ধরে
শুনে আসছি আমরা ।
যদি আমি কোনো অন্যায়
করি, যা তুমি জানতে পারলে
না, আমি বিশ্বস্ত তোমার কাছে,
জানলে বিশ্বাস ভঙ্গকারী ।
আজকের প্রজন্ম বিশ্বাস করে
বিশ্বস্ততার কোনো মানে নেই,
নিছকই একটা শব্দের উচ্চারন,
এক এক সময়ে এক একটা
রূপ তার । কিন্তু আমরা পুরানো
মানুষ যারা এখনো বিশ্বাস করি
বিশ্বাস কে, বাকি জীবন কেটে
যাবে বিশ্বাস কে আকড়ে ধরে ।
যদি তুমি প্রশ্ন করো ভগবান
আছেন কি ? পারবো না বলতে
আমি, কিন্তু আমরা পুরানো মানুষ
যারা, বিশ্বাস করি ভগবান কে,
আর মনে করি সকলের বিশ্বস্ত
থাকা উচিত বিশ্বাসের কাছে ।
*****************************
@@@@
যদি তুমি প্রশ্ন করো
বিশ্বাসের মানে কি ,
পারবোনা বলতে আমি,
এটা এমন একটা শব্দ যাকে
বিশ্বাস করাটাই কঠিন ।
আমি তোমার কাছে বিশ্বস্ত
তুমি আমার কাছে, এটা
অনাদি কাল ধরে
শুনে আসছি আমরা ।
যদি আমি কোনো অন্যায়
করি, যা তুমি জানতে পারলে
না, আমি বিশ্বস্ত তোমার কাছে,
জানলে বিশ্বাস ভঙ্গকারী ।
আজকের প্রজন্ম বিশ্বাস করে
বিশ্বস্ততার কোনো মানে নেই,
নিছকই একটা শব্দের উচ্চারন,
এক এক সময়ে এক একটা
রূপ তার । কিন্তু আমরা পুরানো
মানুষ যারা এখনো বিশ্বাস করি
বিশ্বাস কে, বাকি জীবন কেটে
যাবে বিশ্বাস কে আকড়ে ধরে ।
যদি তুমি প্রশ্ন করো ভগবান
আছেন কি ? পারবো না বলতে
আমি, কিন্তু আমরা পুরানো মানুষ
যারা, বিশ্বাস করি ভগবান কে,
আর মনে করি সকলের বিশ্বস্ত
থাকা উচিত বিশ্বাসের কাছে ।
*****************************