Bose Arun
Favoured Frenzy
আগামী ২৬ শে মে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমার সশ্রদ্ধ নিবেদন ।
*** বিদ্রোহী কবি ***
&&&&
দুই বাংলার কবি তুমি
তুমি কবি নজরুল ইসলাম,
তোমার গানে তোমার সুরে
মনের মাঝে আনন্দ সুবোসাম।
রুম ঝুম রুম ঝুম রুম ঝুম ঝুম
খেজুর পাতায় বাজিয়ে নুপুর...
আজ তোমার জন্মদিনে নাচে গানে
উদবেলিত দুই বাংলার সকাল দুপুর।
তোমার লেখায় আনন্দ ভরা সকাল,
পুব আকাশে ভোরের সূর্য ওঠা,
পাহাড় থেকে ঝরনার যেমন
সমুদ্রের পানে ছোটা।
সমাজের অবক্ষয় দূর্নীতি দেখে
তুমি মনে মনে ছিলে ক্লান্ত,
আজ তুমি চির শান্ত।
তুমি বিদ্রোহী কবি তাইতো
তুমি লিখেছ....
যবে উৎপিরীতের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খর্গকৃপাণ ভীম
রণ ভূমে রণিবে না,.......
বিদ্রোহী রণ ক্লান্ত...
আমি সেই দিন হবো শান্ত।......
*** বিদ্রোহী কবি ***
&&&&
দুই বাংলার কবি তুমি
তুমি কবি নজরুল ইসলাম,
তোমার গানে তোমার সুরে
মনের মাঝে আনন্দ সুবোসাম।
রুম ঝুম রুম ঝুম রুম ঝুম ঝুম
খেজুর পাতায় বাজিয়ে নুপুর...
আজ তোমার জন্মদিনে নাচে গানে
উদবেলিত দুই বাংলার সকাল দুপুর।
তোমার লেখায় আনন্দ ভরা সকাল,
পুব আকাশে ভোরের সূর্য ওঠা,
পাহাড় থেকে ঝরনার যেমন
সমুদ্রের পানে ছোটা।
সমাজের অবক্ষয় দূর্নীতি দেখে
তুমি মনে মনে ছিলে ক্লান্ত,
আজ তুমি চির শান্ত।
তুমি বিদ্রোহী কবি তাইতো
তুমি লিখেছ....
যবে উৎপিরীতের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খর্গকৃপাণ ভীম
রণ ভূমে রণিবে না,.......
বিদ্রোহী রণ ক্লান্ত...
আমি সেই দিন হবো শান্ত।......