বিজয় মানে,
মায়ের মুখে হাসি ফুটাবো বলে।
বিজয় মানে,
নিজের ভাষায় কথা বলবো বলে,
বিজয় মানে,
সবার সাথে পথ চলবো বলে,
বিজয় মানে,
একটি স্বাধীন সূর্য উঠবে নতুন দিগন্তে।

বিজয় মানে,
আমার দেশের অধিকার,
বিজয় মানে,
নতুন ভাবে বাঁচার অধিকার।
বিজয় মানে,
মুক্তির জন্য লড়া,
বিজয় মানে,
বাংলার মুক্তিসেনা,
বিজয় মানে,
লক্ষ্য প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পাওয়া।
বিজয় মানে,
নয় মাসের যুদ্ধের শেষে,
সবার মুখে হাসি ফোটা,
বিজয় মানে,
আমার দেশের গৌরব ময় এক কাহিনী।
বিজয় মানে,
হীরা ও সোনার চেয়েও দামী,
আমার দেশর মুক্তিযোদ্ধাদের হাসি।
সবাই কে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা
মায়ের মুখে হাসি ফুটাবো বলে।
বিজয় মানে,
নিজের ভাষায় কথা বলবো বলে,
বিজয় মানে,
সবার সাথে পথ চলবো বলে,
বিজয় মানে,
একটি স্বাধীন সূর্য উঠবে নতুন দিগন্তে।

বিজয় মানে,
আমার দেশের অধিকার,
বিজয় মানে,
নতুন ভাবে বাঁচার অধিকার।
বিজয় মানে,
মুক্তির জন্য লড়া,
বিজয় মানে,
বাংলার মুক্তিসেনা,
বিজয় মানে,
লক্ষ্য প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পাওয়া।
বিজয় মানে,
নয় মাসের যুদ্ধের শেষে,
সবার মুখে হাসি ফোটা,
বিজয় মানে,
আমার দেশের গৌরব ময় এক কাহিনী।
বিজয় মানে,
হীরা ও সোনার চেয়েও দামী,
আমার দেশর মুক্তিযোদ্ধাদের হাসি।
সবাই কে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা
Last edited: