Tanvir
Favoured Frenzy
বিকেলের কোন একদিন,
তোমার চরণে ধন্য হয়েছিল,
আমার বাড়ির আঙ্গিনা।
পাখিরা সেদিন মধুর সুরে গাইছিলো গান,
এ বুঝি তোমার আগমণে বরণ করে নেওয়া।
ফুল ফুটেছিল বাগানে,
তুমি কি আসবে বলে,
ফুলেরাও মুক্ত বাতাসে,
সুবাস যাচ্ছে বিলিয়ে।
তুমি অভিমান ভেঙ্গে আসলে ফিরে,
তাই বিকালটা অনেক সুন্দর।
দেখো পাখি গাইছে গান,
ফুলেরা ছড়াচ্ছে সুভাস,
এ গোধূলি লগনে।
শোকের বিষাদ ভুলে
বাতাসে ভাসিয়ে মনের অভিমান,
পৃথিবীকে আজ সাজাবো,
দু’জন মুক্ত হৃদয়ে।
আকাশ থেকে নীল এনে,
তোমার কপালে দেব পরিয়ে,
বাগানের ঐ ফুল গাধবো তোমার খোপাতে,
তুমি আমার রাজরাণী হয়ে,
থাকবে সারাজীবন এ হৃদয়ে।
আমি চাইনা অভীমানের কালো মেঘ,
আসুক কারো হৃদয়ে,
শপথ নিলাম এই গোধূলী লগনে।
তোমার চরণে ধন্য হয়েছিল,
আমার বাড়ির আঙ্গিনা।
পাখিরা সেদিন মধুর সুরে গাইছিলো গান,
এ বুঝি তোমার আগমণে বরণ করে নেওয়া।
ফুল ফুটেছিল বাগানে,
তুমি কি আসবে বলে,
ফুলেরাও মুক্ত বাতাসে,
সুবাস যাচ্ছে বিলিয়ে।
তুমি অভিমান ভেঙ্গে আসলে ফিরে,
তাই বিকালটা অনেক সুন্দর।
দেখো পাখি গাইছে গান,
ফুলেরা ছড়াচ্ছে সুভাস,
এ গোধূলি লগনে।
শোকের বিষাদ ভুলে
বাতাসে ভাসিয়ে মনের অভিমান,
পৃথিবীকে আজ সাজাবো,
দু’জন মুক্ত হৃদয়ে।
আকাশ থেকে নীল এনে,
তোমার কপালে দেব পরিয়ে,
বাগানের ঐ ফুল গাধবো তোমার খোপাতে,
তুমি আমার রাজরাণী হয়ে,
থাকবে সারাজীবন এ হৃদয়ে।
আমি চাইনা অভীমানের কালো মেঘ,
আসুক কারো হৃদয়ে,
শপথ নিলাম এই গোধূলী লগনে।