Tanvir
Favoured Frenzy
বাবা,
তুমি কোথায় আছো,
কেমন আছো বলোনা,
তোমার কথা পড়লে মনে,
আমার তো, আর কিছু ভালো লাগে না।
বাবা,
তোমার ভালোবাসার ছোয়া,
পাইনা কত দিন,
তুমি চলে গেলে,
আমায় নিঃস্ব করে।
বাবা,
ভালবাসি আজও তোমায়,
তুমি কি সেটা বোঝনা,
তোমার মতন আদর আমায়,
কেউ তো করেনা।
বাবা,
স্বার্থের পৃথিবীতে,
সবাই সবার স্বার্থ বোঝে,
তুমি তো সব কিছু,
আমার জন্য করেছিলে।
বাবা,
তুমি চলে গেলে,
সবাই পর দিলো করে,
তুমি থাকলে বাবা,
সবাই নিতো আপন করে ।
বাবা,
আজও ঘুমের ঘোরে,
কষ্টে যাই বুকটা ফেটে,
তুমি আসো ফিরে বাবা,
একটু বুকে নাও জড়িয়ে।
তুমি কোথায় আছো,
কেমন আছো বলোনা,
তোমার কথা পড়লে মনে,
আমার তো, আর কিছু ভালো লাগে না।
বাবা,
তোমার ভালোবাসার ছোয়া,
পাইনা কত দিন,
তুমি চলে গেলে,
আমায় নিঃস্ব করে।
বাবা,
ভালবাসি আজও তোমায়,
তুমি কি সেটা বোঝনা,
তোমার মতন আদর আমায়,
কেউ তো করেনা।
বাবা,
স্বার্থের পৃথিবীতে,
সবাই সবার স্বার্থ বোঝে,
তুমি তো সব কিছু,
আমার জন্য করেছিলে।
বাবা,
তুমি চলে গেলে,
সবাই পর দিলো করে,
তুমি থাকলে বাবা,
সবাই নিতো আপন করে ।
বাবা,
আজও ঘুমের ঘোরে,
কষ্টে যাই বুকটা ফেটে,
তুমি আসো ফিরে বাবা,
একটু বুকে নাও জড়িয়ে।
Attachments
Last edited: