**********বান্ধবী *********
বারান্দার আলসেতে ভর করে ভোর বেলা
সুর্য ওঠা দেখছি, হটাৎ চোখে পড়লো একটি
ছোট্ট বুলবুলি পাখি একটি ডুমুর গাছে একটি
ছোট্ট ডুমুর ফল কে ঠুকরে ঠুকরে বের করে
আনলো সুন্দর মুহুর্ত গুলোকে। হটাৎ কোথা
থেকে এক ক্ণা সুর্যের আলো এসে ছোঁ মেরে
নিয়ে গেলো সেই মুহুর্ত গুলোকে আর ছড়িয়ে
দিলো আকাশে বাতাসে। মুহুর্তের মধ্যে সারা
প্রকৃতি হয়ে গেলো রঙিন, গাছে গাছে সবুজ
পাতা, থোকা থোকা ফুল,বাতাসে সবুজের
গন্ধ, ঘাসের ওপর মুক্তো দানার মতো শিশির,
আর আলো ঝল মল সকাল। দেখতে দেখতে
কেমন যেন মনে হোলো স্বপ্নের জগতে রয়েছি।
ঠিক সেই সময় শেষ হেমন্তের একটি ঝরা হলদেটে
বট পাতা বাতাসে ভাসতে ভাসতে এসে পোরলো
আমার সামনে তাতে লেখা আছে আমার হারিয়ে
যাওয়া মন কেমন করা একটি বান্ধবীর নাম।...........
বারান্দার আলসেতে ভর করে ভোর বেলা
সুর্য ওঠা দেখছি, হটাৎ চোখে পড়লো একটি
ছোট্ট বুলবুলি পাখি একটি ডুমুর গাছে একটি
ছোট্ট ডুমুর ফল কে ঠুকরে ঠুকরে বের করে
আনলো সুন্দর মুহুর্ত গুলোকে। হটাৎ কোথা
থেকে এক ক্ণা সুর্যের আলো এসে ছোঁ মেরে
নিয়ে গেলো সেই মুহুর্ত গুলোকে আর ছড়িয়ে
দিলো আকাশে বাতাসে। মুহুর্তের মধ্যে সারা
প্রকৃতি হয়ে গেলো রঙিন, গাছে গাছে সবুজ
পাতা, থোকা থোকা ফুল,বাতাসে সবুজের
গন্ধ, ঘাসের ওপর মুক্তো দানার মতো শিশির,
আর আলো ঝল মল সকাল। দেখতে দেখতে
কেমন যেন মনে হোলো স্বপ্নের জগতে রয়েছি।
ঠিক সেই সময় শেষ হেমন্তের একটি ঝরা হলদেটে
বট পাতা বাতাসে ভাসতে ভাসতে এসে পোরলো
আমার সামনে তাতে লেখা আছে আমার হারিয়ে
যাওয়া মন কেমন করা একটি বান্ধবীর নাম।...........