Nilabha
Wellknown Ace
ভালোবাসা?
তা বাসতে জানো?
কেমন করে বাসে?
ভালোবাসলে সবাই নাকি নিজের মনেই হাসে।
ভালোবাসলে
সব কিছুকেই
আরোও রঙিন লাগে,
মনে মনে প্রেম টা নাকি হটাৎ করেই জাগে।
ভালোবাসায় সবাই নাকি
পাগল হয়ে যায়,
মনের কথা ঝিলিক পারে
চোখের ইশারায়।
এরম করেই বছর কয়েক
কাটিয়ে ফেলার পর,
প্রেম জীবনে আছড়ে পড়ে
অন্য প্রেমের ঝড়।
এরপরেতেই ' ব্রেকআপ ' কথার
মানে সবাই বোঝে,
হন্যে হয়ে বেড়ায় নতুন
ভালোবাসার খোঁজে।
সত্যিই কি তা ভালোবাসা?
ভেবে দেখার বিষয়,
সহজে যা পাওয়া যায় তার
মূল্য কি খুব হয়?
অনেক চাওয়ার পরে তাহা
নিজের করার মান,
বড্ড আপন, বড্ড প্রিয়
ভীষণ মূল্যবান।
অপেক্ষা আর বিশ্বাস এই
দুই মিশলে পরে,
প্রেম নয় তা সত্যিকারের
ভালোবাসাই গড়ে।
তা বাসতে জানো?
কেমন করে বাসে?
ভালোবাসলে সবাই নাকি নিজের মনেই হাসে।
ভালোবাসলে
সব কিছুকেই
আরোও রঙিন লাগে,
মনে মনে প্রেম টা নাকি হটাৎ করেই জাগে।
ভালোবাসায় সবাই নাকি
পাগল হয়ে যায়,
মনের কথা ঝিলিক পারে
চোখের ইশারায়।
এরম করেই বছর কয়েক
কাটিয়ে ফেলার পর,
প্রেম জীবনে আছড়ে পড়ে
অন্য প্রেমের ঝড়।
এরপরেতেই ' ব্রেকআপ ' কথার
মানে সবাই বোঝে,
হন্যে হয়ে বেড়ায় নতুন
ভালোবাসার খোঁজে।
সত্যিই কি তা ভালোবাসা?
ভেবে দেখার বিষয়,
সহজে যা পাওয়া যায় তার
মূল্য কি খুব হয়?
অনেক চাওয়ার পরে তাহা
নিজের করার মান,
বড্ড আপন, বড্ড প্রিয়
ভীষণ মূল্যবান।
অপেক্ষা আর বিশ্বাস এই
দুই মিশলে পরে,
প্রেম নয় তা সত্যিকারের
ভালোবাসাই গড়ে।