***বসন্ত হারিয়ে গেছে***
রক্তাক্ত পলাশ আর শিমুল
তাকিয়ে থাকে আকাশ ওড়া
বাঁজ পাখীর দিকে, কখন যে ছোঁ
মেরে তুলে নিয়ে গেছে বসন্তকে
বুঝতেও পারেনি ।
জীবনের আশা আকাঙ্খা ভালোবাসা
গুলো আবার বরফের স্তুপের নিচে
ঢাকা পরে গেছে। বেঁচে থাকার
যন্ত্রণা গুলো হাট করে খোলা দরজা
দিয়ে মনটাকে গ্রাস করে নিয়েছে।
ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো শিমুল
পলাশের মতো বাঁজ পাখির নখরে
রক্তাক্ত হয়ে যাচ্ছে। ছিন্ন বিছিন্ন হৃদয়
থেকে টপ টপ করে ঝোড়ে পরা
রক্ত পিচ্ছিল করে দিচ্ছে জীবনের
পথটাকে। চারিদিকে হত্যা, মৃত্যু
আর পুতিগন্ধময় সমাজ ব্যাবস্থায়
প্রজাপতি খুঁজে বেড়ায় বসন্তকে,
খুঁজে পায় না। শিকারি বাঁজের
চঞ্চুতে রক্তের দাগ। সেই রক্তের
রঙ নিয়ে ফুটে উঠতে চেয়েছিল
পলাশ শিমুল, ছিনিয়ে নিতে
চেয়েছিল বসন্তকে বাঁজ পাখীর
থাবা থেকে, রাঙিয়ে দিতে চেয়েছিল
প্রকৃতিকে আবার বাসন্তী রঙে।
কিন্তু বসন্ত আজ হারিয়ে গেছে
প্রকৃতির ছয় ঋতু থেকে, আমাদের
জীবন থেকে।
রক্তাক্ত পলাশ আর শিমুল
তাকিয়ে থাকে আকাশ ওড়া
বাঁজ পাখীর দিকে, কখন যে ছোঁ
মেরে তুলে নিয়ে গেছে বসন্তকে
বুঝতেও পারেনি ।
জীবনের আশা আকাঙ্খা ভালোবাসা
গুলো আবার বরফের স্তুপের নিচে
ঢাকা পরে গেছে। বেঁচে থাকার
যন্ত্রণা গুলো হাট করে খোলা দরজা
দিয়ে মনটাকে গ্রাস করে নিয়েছে।
ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো শিমুল
পলাশের মতো বাঁজ পাখির নখরে
রক্তাক্ত হয়ে যাচ্ছে। ছিন্ন বিছিন্ন হৃদয়
থেকে টপ টপ করে ঝোড়ে পরা
রক্ত পিচ্ছিল করে দিচ্ছে জীবনের
পথটাকে। চারিদিকে হত্যা, মৃত্যু
আর পুতিগন্ধময় সমাজ ব্যাবস্থায়
প্রজাপতি খুঁজে বেড়ায় বসন্তকে,
খুঁজে পায় না। শিকারি বাঁজের
চঞ্চুতে রক্তের দাগ। সেই রক্তের
রঙ নিয়ে ফুটে উঠতে চেয়েছিল
পলাশ শিমুল, ছিনিয়ে নিতে
চেয়েছিল বসন্তকে বাঁজ পাখীর
থাবা থেকে, রাঙিয়ে দিতে চেয়েছিল
প্রকৃতিকে আবার বাসন্তী রঙে।
কিন্তু বসন্ত আজ হারিয়ে গেছে
প্রকৃতির ছয় ঋতু থেকে, আমাদের
জীবন থেকে।