A
arunbose
Guest
এ মধু বসন্তে পুষ্পপ্রেঙ্খা দোলে,
রক্ত বর্ণকৌমুদী বুকে ভ্রমর
চুম্বন আঁকি সকল ব্যথা ভোলে,
ভরে যায় দোঁহের দু'টি অন্তর।
মৃদু মন্দএবসন্ত সমীরণে
ভাসিয়া আসিছে সৌরভ কেয়া'র,
মোর হিয়া ফেরে কুঞ্জর দর্শনে,
বুঝিনা কি অপরূপ সে বাহার।।
বিহগ বিহগীতে করে কূজন
শাখা প্রশাখায় উড়িয়া উড়িয়া ।
মৌমাছি সবে মিলি করে গুঞ্জন,
শাখা হতে ফুল পড়ে যে ঝরিয়া।
বসন্ত যে মোরে ডাক দিয়ে যায়,
কিবা আহা যার মধু-সম্ভাষণ।
সেই ডাক বুঝি ফেরে ফুলবায়,
অলিতে কলিতে তারই আলাপন।।
রক্ত বর্ণকৌমুদী বুকে ভ্রমর
চুম্বন আঁকি সকল ব্যথা ভোলে,
ভরে যায় দোঁহের দু'টি অন্তর।
মৃদু মন্দএবসন্ত সমীরণে
ভাসিয়া আসিছে সৌরভ কেয়া'র,
মোর হিয়া ফেরে কুঞ্জর দর্শনে,
বুঝিনা কি অপরূপ সে বাহার।।
বিহগ বিহগীতে করে কূজন
শাখা প্রশাখায় উড়িয়া উড়িয়া ।
মৌমাছি সবে মিলি করে গুঞ্জন,
শাখা হতে ফুল পড়ে যে ঝরিয়া।
বসন্ত যে মোরে ডাক দিয়ে যায়,
কিবা আহা যার মধু-সম্ভাষণ।
সেই ডাক বুঝি ফেরে ফুলবায়,
অলিতে কলিতে তারই আলাপন।।