Nilabha
Wellknown Ace
বৃষ্টি এলো ঝেঁপে
ওই যে সেদিন,
দুপুর করে
মাঠের ধারে,
হঠাৎ কোথা থেকে;
শীষ কালো সব মেঘের জুটি,
আকাশ দিল ঢেকে।
গুরগুরগুর গজর গজর
জমছে মেঘের মেলা;
বন্ধুরা সব জুটলে পরেই,
জমবে তাদের খেলা।
মাতাল মেঘের গর্জনেতে,
আকাশ ওঠে কেঁপে;
হাওয়ায় সোঁদা মাটির গন্ধ,
বৃষ্টি এলো ঝেঁপে।
ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে,
উড়ছে বকের সারি;
কালচে মেঘের মেলায় তাদের,
লাগছে ভালো ভারী।
কর্কর্কর কড়াৎ কড়াৎ
বজ্রাঘাতের ধারায়;
প্রকৃতি তার বীভৎসতার,
মাত্রা খানিক বাড়ায়।
মাতলামি সেই কাটলে পরে,
থামায় ভীষণ খেলা;
এবার ফেরার সময় হলো,
হয়েছে অনেক বেলা।
বৃষ্টি চায়না ওদের মতো,
সামিল হতে ঢঙে;
ঝিরঝিরিয়ে ঝরতে থাকে,
রামধনুর ওই রঙে।
ওই যে সেদিন,
দুপুর করে
মাঠের ধারে,
হঠাৎ কোথা থেকে;
শীষ কালো সব মেঘের জুটি,
আকাশ দিল ঢেকে।
গুরগুরগুর গজর গজর
জমছে মেঘের মেলা;
বন্ধুরা সব জুটলে পরেই,
জমবে তাদের খেলা।
মাতাল মেঘের গর্জনেতে,
আকাশ ওঠে কেঁপে;
হাওয়ায় সোঁদা মাটির গন্ধ,
বৃষ্টি এলো ঝেঁপে।
ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে,
উড়ছে বকের সারি;
কালচে মেঘের মেলায় তাদের,
লাগছে ভালো ভারী।
কর্কর্কর কড়াৎ কড়াৎ
বজ্রাঘাতের ধারায়;
প্রকৃতি তার বীভৎসতার,
মাত্রা খানিক বাড়ায়।
মাতলামি সেই কাটলে পরে,
থামায় ভীষণ খেলা;
এবার ফেরার সময় হলো,
হয়েছে অনেক বেলা।
বৃষ্টি চায়না ওদের মতো,
সামিল হতে ঢঙে;
ঝিরঝিরিয়ে ঝরতে থাকে,
রামধনুর ওই রঙে।