নীলাম্বরি শাড়ি পরে বঙ্গবধূ চলে,
জল আনতে যমুনাতে নিয়ে কলস কাঁখে,
তাই না দেখে আনন্দে তে ‘বউ কথা কও ‘ডাকে।
লাজুক হাসি ঝিলিক মারে,
ডাগর চোখের ফাঁকে,
কৃষ্ণচূড়ায় গাঁথা বেনী
সেই তালেতেই দোলে ।
হাতের কাঁকন কলস ছুঁয়ে
বাজে মধুর রোলে ।
জল আনতে যমুনাতে নিয়ে কলস কাঁখে,
তাই না দেখে আনন্দে তে ‘বউ কথা কও ‘ডাকে।
লাজুক হাসি ঝিলিক মারে,
ডাগর চোখের ফাঁকে,
কৃষ্ণচূড়ায় গাঁথা বেনী
সেই তালেতেই দোলে ।
হাতের কাঁকন কলস ছুঁয়ে
বাজে মধুর রোলে ।