বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ব্যাক্তি হচ্ছেন আব্দুল্লাহ আবু সায়িদ। ছোট বেলা থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্র এর মেম্বার ছিলাম। বই পড়ার অভ্যাস টা হয়েছ তখন থেকেই। বড় হয়ে জেনেছি উনি বিশ্ব সাহিত্য কেন্দ্র এর জনক। নাম মাত্র ফি দিয়ে কলেজ লাইফ পর্যন্ত অসংখ্য বই পড়েছি তার গড়া বিশ্ব সাহিত্য কেন্দ্র এর পাঠাগার থেকে। তাকে বলা হয় "আলকিত মানুষ গড়ার কারিগর"। অসম্ভব সুন্দর করে কথা বলে। উনার বেশ কিছু স্পিচ ইউ টিউবে পাওয়া যায়। যদি কখনো ডিপ্রেশনে চলে যাও তাহলে তার কথাগুলো শুনে দেখতে পার। মন ভাল হয়ে যাবে। তার মানে এই নয় যে, শুধু মন খারাপ হলে শুনবে বা ডিপ্রেশনে শুনতে হবে। যেকোনো সময় শুনতে পার মানুষটার কথা। বৃথা যাবে না সময়টা।