******** ফুটপাথের মেয়ে *********
মেঘলা আকাশের দিকে চেয়ে চুপ করে বসেছিলো
ফুটপাথের মেয়েটি ।
কতো কথা মনে পরে ,বহুদিন আগে এসেছিল
গ্রাম থেকে মায়ের হাত ধরে ,ভাতের সন্ধানে,
জুটেছিল এই ফুটপাথের আশ্রয় ,
সব কিছু আবছা হয়ে গেছে মনে ।
তবুও স্মৃতি হয়ে আছে
ছিপ দিয়ে মাছ ধরা,
সন্ধ্যা বেলা সূর্যি ঠাকুরের
আকাশ রঙ্গিন করা ।
আজ এতো দিন পরে কিছু না পাওয়ার
বেদনায় মন হয়ে গেছে জলভরা মেঘের মত ।
কখন যে আধ পেটা খাওয়ার শরীর নদীতে
এসে গেছে ভরা যৌবনের কোটাল
বুঝতেও পারেনি সে ।
বুঝেছিলো পথ চলতি মানুষের
লালসা সিক্ত চোখ দেখে ।
রাগ হয়, তবুও কেমন যেন
মনের কোণে একটু ভালোলাগা
থিরথির করে কাঁপে ফরিং এর ডানার মতো ।
ক্ষোভ জমে ওঠে পুঞ্জীভূত হয়ে
মেয়েটির মনে, কেনো পাবে না সে
সবাই যা পায় ?
ভালো থাকা খাওয়া আর অনেক কিছু পাওয়া
কেন সে বঞ্চিত সব কিছু থেকে ?
এত দিন খেয়াল করেনি সে
রোজই একটা লাল গাড়ী দাড়িয়ে থাকে
ফুটপাথ ঘেসে ।
মন বিদ্রোহ করে ওঠে ,ভাল আর মন্দ
মিলেমিশে এক হয়ে যায় মেয়েটির কামনায়
সব কিছু পাওয়ার আশায় ।
ঘুরে দাঁড়িয়ে পরিপূর্ণ দৃষ্টিতে
তাকায় সে গাড়িটার দিকে, ঠোঁটে খেলে যায়
এক চিলতে আমন্ত্রণের ইঙ্গিত ।
পরের দিন সকাল থেকে
পথ চলতি মানুষের দৃষ্টি খুঁজে
পায়নি আর সেই মেয়েটিকে ।
শুধু এক টানা কান্নার আওয়াজ উঠে আসে
মেয়েটির মার বুক থেকে ।
আবার হারিয়ে গেলো ফুটপাথের
আরো একটি মেয়ে ।……….
মেঘলা আকাশের দিকে চেয়ে চুপ করে বসেছিলো
ফুটপাথের মেয়েটি ।
কতো কথা মনে পরে ,বহুদিন আগে এসেছিল
গ্রাম থেকে মায়ের হাত ধরে ,ভাতের সন্ধানে,
জুটেছিল এই ফুটপাথের আশ্রয় ,
সব কিছু আবছা হয়ে গেছে মনে ।
তবুও স্মৃতি হয়ে আছে
ছিপ দিয়ে মাছ ধরা,
সন্ধ্যা বেলা সূর্যি ঠাকুরের
আকাশ রঙ্গিন করা ।
আজ এতো দিন পরে কিছু না পাওয়ার
বেদনায় মন হয়ে গেছে জলভরা মেঘের মত ।
কখন যে আধ পেটা খাওয়ার শরীর নদীতে
এসে গেছে ভরা যৌবনের কোটাল
বুঝতেও পারেনি সে ।
বুঝেছিলো পথ চলতি মানুষের
লালসা সিক্ত চোখ দেখে ।
রাগ হয়, তবুও কেমন যেন
মনের কোণে একটু ভালোলাগা
থিরথির করে কাঁপে ফরিং এর ডানার মতো ।
ক্ষোভ জমে ওঠে পুঞ্জীভূত হয়ে
মেয়েটির মনে, কেনো পাবে না সে
সবাই যা পায় ?
ভালো থাকা খাওয়া আর অনেক কিছু পাওয়া
কেন সে বঞ্চিত সব কিছু থেকে ?
এত দিন খেয়াল করেনি সে
রোজই একটা লাল গাড়ী দাড়িয়ে থাকে
ফুটপাথ ঘেসে ।
মন বিদ্রোহ করে ওঠে ,ভাল আর মন্দ
মিলেমিশে এক হয়ে যায় মেয়েটির কামনায়
সব কিছু পাওয়ার আশায় ।
ঘুরে দাঁড়িয়ে পরিপূর্ণ দৃষ্টিতে
তাকায় সে গাড়িটার দিকে, ঠোঁটে খেলে যায়
এক চিলতে আমন্ত্রণের ইঙ্গিত ।
পরের দিন সকাল থেকে
পথ চলতি মানুষের দৃষ্টি খুঁজে
পায়নি আর সেই মেয়েটিকে ।
শুধু এক টানা কান্নার আওয়াজ উঠে আসে
মেয়েটির মার বুক থেকে ।
আবার হারিয়ে গেলো ফুটপাথের
আরো একটি মেয়ে ।……….