আজ প্রেম দিবসে সবাইকে জানাই আমার প্রেমোময় শুভেচ্ছা
********* প্রেম *********
শিমুল রাঙ্গা লজ্জা নিয়ে
যখন এ হাত ছোঁয়াও গালে ,
নদীর বুকে তুফান ওঠে
মন ছোটে ওই হাজার পালে ।
প্রথম ছোঁয়ার স্পর্শখানি
লুকিয়ে রাখি মনের কূলায় ,
সব মধুকর ভীড় করে ওই
পদ্ম ঠোটের মধুশালায় ।
নকশা করা হাতের পাতায়
আকাশ এসে বিলীন হলো ,
চেষ্টা করি তোমার হতে
মনটা যদি একটু মেলো ।
ভাবছো তুমি পারবো নাকি
তোমার রূপের সঙ্গী হতে ,
তোমার রূপেই হারিয়ে গিয়ে
থাকবো তোমার কল্পনাতে ।....
*******
********* প্রেম *********
শিমুল রাঙ্গা লজ্জা নিয়ে
যখন এ হাত ছোঁয়াও গালে ,
নদীর বুকে তুফান ওঠে
মন ছোটে ওই হাজার পালে ।
প্রথম ছোঁয়ার স্পর্শখানি
লুকিয়ে রাখি মনের কূলায় ,
সব মধুকর ভীড় করে ওই
পদ্ম ঠোটের মধুশালায় ।
নকশা করা হাতের পাতায়
আকাশ এসে বিলীন হলো ,
চেষ্টা করি তোমার হতে
মনটা যদি একটু মেলো ।
ভাবছো তুমি পারবো নাকি
তোমার রূপের সঙ্গী হতে ,
তোমার রূপেই হারিয়ে গিয়ে
থাকবো তোমার কল্পনাতে ।....
*******