Tanvir
Favoured Frenzy
প্রেম, তুমি কি আমার হবে না,
মনের ঘরে কি আলো জ্বালাবে না,
দিন চলে যাই, রাত চলে যাই,
কেন আমার জীবনে প্রেম আসে না।
কেন এমন হয়,
আমার মনের ঘরে,
জ্বলে না প্রদিপ,
জীবন আমার পরদেশী পথিক।
কত রাত জেগে আমি,
ঘুম নেই চোখে আমার জানি,
আমারই ভুলে মন ভেঙ্গে গেছে,
তোমাকে দোষ দেবো কেনো মিছে।
মন কাঁচের মতো ভেঙ্গে গেলো,
আমি তোমাকে বেসেছিলাম ভালো,
সব কিছু শেষ হয়ে গেলো,
ঝড়ের সাথে সব মিশে গেলো।
নতুন স্বর্গের খোজে,
সাজানো বাগান হারিয়ে গেলো,
আমার শেষ যে আমি দেখে নিয়েছি,
সে কথা আজ জেনে গিয়েছি।
মনের ঘরে কি আলো জ্বালাবে না,
দিন চলে যাই, রাত চলে যাই,
কেন আমার জীবনে প্রেম আসে না।
কেন এমন হয়,
আমার মনের ঘরে,
জ্বলে না প্রদিপ,
জীবন আমার পরদেশী পথিক।
কত রাত জেগে আমি,
ঘুম নেই চোখে আমার জানি,
আমারই ভুলে মন ভেঙ্গে গেছে,
তোমাকে দোষ দেবো কেনো মিছে।
মন কাঁচের মতো ভেঙ্গে গেলো,
আমি তোমাকে বেসেছিলাম ভালো,
সব কিছু শেষ হয়ে গেলো,
ঝড়ের সাথে সব মিশে গেলো।
নতুন স্বর্গের খোজে,
সাজানো বাগান হারিয়ে গেলো,
আমার শেষ যে আমি দেখে নিয়েছি,
সে কথা আজ জেনে গিয়েছি।