Tanvir
Favoured Frenzy
রাতের পর রাত জেগে,
প্রেমের কবিতা যাই লিখে,
ডাইরির পাতা শেষ হয়ে যাই,
মনের কথা হয় না শেষ ।
কারণে অকারণে হাসাহাসি,
জানিনা হাসি কি কারণে,
কেউ কি মনের বাগানে,
প্রেমের বীজ বুনছে।
“এটা কি ভালবাসা ওরে মন”
জানিনা ভালবাসা কি এমন,
উথাল পাথাল ঢেউ খেলে,
ঘুম আসেনা রাতে,
এটা কি ভালবাসার কারণ।
“এটা কি ভালবাসা ওরে মন”
ভালোবাসা যদি হয় রাত জাগা,
মুটোফোনে আলাপন,
কত কথা আসে মন থেকে,
হয় না বলা আর শেষে।
সবার চোখের আড়াল হয়ে,
গোপনে দেখা করা,
বাদাম আর ফুচকা খাওয়া,
পাশাপাশি হাত ধরে হাঁটা।
“এটা কি ভালবাসা ওরে মন”
প্রেমের কবিতা যাই লিখে,
ডাইরির পাতা শেষ হয়ে যাই,
মনের কথা হয় না শেষ ।
কারণে অকারণে হাসাহাসি,
জানিনা হাসি কি কারণে,
কেউ কি মনের বাগানে,
প্রেমের বীজ বুনছে।
“এটা কি ভালবাসা ওরে মন”
জানিনা ভালবাসা কি এমন,
উথাল পাথাল ঢেউ খেলে,
ঘুম আসেনা রাতে,
এটা কি ভালবাসার কারণ।
“এটা কি ভালবাসা ওরে মন”
ভালোবাসা যদি হয় রাত জাগা,
মুটোফোনে আলাপন,
কত কথা আসে মন থেকে,
হয় না বলা আর শেষে।
সবার চোখের আড়াল হয়ে,
গোপনে দেখা করা,
বাদাম আর ফুচকা খাওয়া,
পাশাপাশি হাত ধরে হাঁটা।
“এটা কি ভালবাসা ওরে মন”