Bose Arun
Favoured Frenzy
**** পেত্নী ****
ষোলোটা বছর কাটলো,
শ্যাওড়া গাছের ডালে,
পেত্নী ভাবে ডিস্কো যাবে
নাচবে তালে তালে।
চালতা গাছের মামদোটা
দেখতে ফিল্মস্টার,
ইন বক্সে প্রেম পত্র
পাঠায় বার বার।
ভালোই লাগে মামদোটাকে
বছর কুড়ি বোধহয়,
মরে গিয়ে ভুত হয়েছে
নৌকা ডুবির সময়।
নিম ফুলের নোলক পরেছে
পেত্নী , পানা ফুলের দুল,
রক্ত মাখা ঠোঁট, টুকটুকে লাল,
খোপায় শ্যাওড়া গাছের ফুল।
গায় দিয়ে মাছের আতর
আলতা পরে পায়,
মামদোর সাথে করতে দেখা
পেত্নী, চালতা গাছে যায়।
দু জন মিলে ডিস্কো গিয়ে
ড্যান্স করে হিন্দি গানের তালে,
প্রেমের হাওয়া লাগলো ওদের
ময়ূরকণ্ঠী নাওয়ের পালে।
হাতে নিয়ে সুরার পাত্র
মামদোর বুকে মুখ,
চেষ্টা করে নিয়ে আসতে
আলিয়া ভাটের লুক।
রাত্রি শেষে দুজনেই
ফিরে আসে যে যার গাছে,
মুছে নিয়ে কাজল লিপস্টিক
পাছে, ধরা পরে সবার কাছে।
ষোলোটা বছর কাটলো,
শ্যাওড়া গাছের ডালে,
পেত্নী ভাবে ডিস্কো যাবে
নাচবে তালে তালে।
চালতা গাছের মামদোটা
দেখতে ফিল্মস্টার,
ইন বক্সে প্রেম পত্র
পাঠায় বার বার।
ভালোই লাগে মামদোটাকে
বছর কুড়ি বোধহয়,
মরে গিয়ে ভুত হয়েছে
নৌকা ডুবির সময়।
নিম ফুলের নোলক পরেছে
পেত্নী , পানা ফুলের দুল,
রক্ত মাখা ঠোঁট, টুকটুকে লাল,
খোপায় শ্যাওড়া গাছের ফুল।
গায় দিয়ে মাছের আতর
আলতা পরে পায়,
মামদোর সাথে করতে দেখা
পেত্নী, চালতা গাছে যায়।
দু জন মিলে ডিস্কো গিয়ে
ড্যান্স করে হিন্দি গানের তালে,
প্রেমের হাওয়া লাগলো ওদের
ময়ূরকণ্ঠী নাওয়ের পালে।
হাতে নিয়ে সুরার পাত্র
মামদোর বুকে মুখ,
চেষ্টা করে নিয়ে আসতে
আলিয়া ভাটের লুক।
রাত্রি শেষে দুজনেই
ফিরে আসে যে যার গাছে,
মুছে নিয়ে কাজল লিপস্টিক
পাছে, ধরা পরে সবার কাছে।