♣♣ পেঁচী ♣♣
নিশীথ রাতের পেঁচী তুমি
রাত বিরেতে চরাবরা,
না ঘুমিয়ে ফেসবুকে
পাখনা মেলে আকাশ ওড়া।
সকাল বেলা ঘুমটা ভাঙে
মায়ের ডাকে বারোটায়,
মাথা ধরার ওষুধ আছে
পান্তাভাতের থালাটায়।
সারা দুপুর মোবাইলটাতে
খুটখুটিয়ে কেনাকাটা,
ফ্লিপকার্ট আর জ্যাবং এর
দোকান থেকে দোকান হাটা।
মায়ের আদর বাবার স্নেহ
হাতে পরা সোনার বালা,
জন্মদিনে মায়ের সাথে
আলুর দম আর লুচির থালা।
সর্বগুণে তুমি গুণান্বিতা
কবিতা লেখায় হাত পাকা,
চোখের তারায় দূর নীলিমার
অনেক অনেক স্বপ্ন আঁকা।
নিশীথ রাতের পেঁচী তুমি
রাত বিরেতে চরাবরা,
না ঘুমিয়ে ফেসবুকে
পাখনা মেলে আকাশ ওড়া।
সকাল বেলা ঘুমটা ভাঙে
মায়ের ডাকে বারোটায়,
মাথা ধরার ওষুধ আছে
পান্তাভাতের থালাটায়।
সারা দুপুর মোবাইলটাতে
খুটখুটিয়ে কেনাকাটা,
ফ্লিপকার্ট আর জ্যাবং এর
দোকান থেকে দোকান হাটা।
মায়ের আদর বাবার স্নেহ
হাতে পরা সোনার বালা,
জন্মদিনে মায়ের সাথে
আলুর দম আর লুচির থালা।
সর্বগুণে তুমি গুণান্বিতা
কবিতা লেখায় হাত পাকা,
চোখের তারায় দূর নীলিমার
অনেক অনেক স্বপ্ন আঁকা।