Bose Arun
Favoured Frenzy
*** মনের পাতার বাড়ি ***
আমার মনের মনি কোঠায়
স্বপ্ন থাকে স্বপ্ন নিয়ে ,
মনের মাঝে আছে ওদের ,
থাকার বাড়ি পাতা দিয়ে i
পাতার ফাকে আলো এসে
জাফরী কাটে রঙের ছোঁয়ায়,
স্বপ্নরা সব খুশি হয়ে
আমার মনে স্বপ্ন জাগায় i
কল্পনা মন উড়ে চলে
নীল্ আকাশে বকের পাখায় ,
পাতার বাড়ি মনের মাঝে
বসে আছে তোমার আশায় i
আমার মনের পাতার বাড়ি
খোলা আছে তোমার তরে,
কবে তুমি আসবে যে গো
স্বপ্ন গুলোর হাত ধরে i
পাতা ঝরার দিনের শেষে
বসন্ত আসে মনের বাগে ,
কল্পনা মন হোলি খেলে
রঙ্গীন হলো হোলির ফাগে i
ভ্রমর পরায় গুন গুনিয়ে
ফুলের মালা তোমার গলায়,
আমার মনের পাতার বাড়ি
তোমার জন্য বাসর সাঁজায় i...........
আমার মনের মনি কোঠায়
স্বপ্ন থাকে স্বপ্ন নিয়ে ,
মনের মাঝে আছে ওদের ,
থাকার বাড়ি পাতা দিয়ে i
পাতার ফাকে আলো এসে
জাফরী কাটে রঙের ছোঁয়ায়,
স্বপ্নরা সব খুশি হয়ে
আমার মনে স্বপ্ন জাগায় i
কল্পনা মন উড়ে চলে
নীল্ আকাশে বকের পাখায় ,
পাতার বাড়ি মনের মাঝে
বসে আছে তোমার আশায় i
আমার মনের পাতার বাড়ি
খোলা আছে তোমার তরে,
কবে তুমি আসবে যে গো
স্বপ্ন গুলোর হাত ধরে i
পাতা ঝরার দিনের শেষে
বসন্ত আসে মনের বাগে ,
কল্পনা মন হোলি খেলে
রঙ্গীন হলো হোলির ফাগে i
ভ্রমর পরায় গুন গুনিয়ে
ফুলের মালা তোমার গলায়,
আমার মনের পাতার বাড়ি
তোমার জন্য বাসর সাঁজায় i...........