Satyanweshi
Favoured Frenzy
নতুন ভোর এসেছিলো, কিন্তু ফুল ফোটে নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস "ওপার টা ঘন কুয়াশায় ঢাকা থেকে যাবে সারাজীবন"। কাঁটাতারের বেড়াটা আজও রয়ে গেছে কুয়াশার তলায়, শুধু কবিতার খাতা টা ফিরে এসেছে হাতে হাতে। ফিরে তাকানোর অপ্রয়োজনীয়তা টা মাথায় রেখে হাঁটতে শুরুকরেছিলো সে, এবার তারও ঘরে ফেরার পালা। প্রথম পা টা ফেলার সাথে সাথেই, একটা ঝড় উঠেছিলো চারপাশে।
আজ অনেক দিন হয়ে গেলো যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ঘরে ফেরা হয়নি। ঝড় টাও যেনো হেঁটে চলেছে তাকে ঘিরে। অনেক চেষ্টা করেও মুছতে পারেনিকবিতা গুলো, পুড়িয়ে ফেলবে ভেবেছিলো, কিন্তু রাগ টাও নিভে গেছে অনেক দিন আগেই। শেষমেশ পাতাগুলো উড়িয়ে দিয়েছে ঝড়ে।
আজ অনেক দিন হয়ে গেলো যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ঘরে ফেরা হয়নি। ঝড় টাও যেনো হেঁটে চলেছে তাকে ঘিরে। অনেক চেষ্টা করেও মুছতে পারেনিকবিতা গুলো, পুড়িয়ে ফেলবে ভেবেছিলো, কিন্তু রাগ টাও নিভে গেছে অনেক দিন আগেই। শেষমেশ পাতাগুলো উড়িয়ে দিয়েছে ঝড়ে।