নিন্দার অর্থ- তিরস্কার করা , দোষারোপ করা, নিন্দা করা, অপবাদ দেওয়া, কলঙ্ক দেওয়া বা কুৎসা রটানো আরো অনেক কিছু হয়। নিন্দুকেরা নিন্দা করবে এই কথাটার পিছনে আমার কোন আপত্তি নেই । নিন্দা করছে সেদিকে আমার শোনার কোনো টাইম নেই । কাউকে কিছু বলার টাইম নেই। নিন্দা সবাই করতে পারে কিন্তু ভালো পরামর্শ দিতে বা সঠিক সিদ্ধান্ত দিতে কয়জন লোক পারে। সমাজের লোক শুধু নিন্দাই দিতে শিখেছে ।
ভালো কোন পরামর্শ দেওয়া তারা আজ অবধি শিখেনি।। হঠাৎ একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলতে বলতে তারা কলেজে গেল। প্রতিবেশীরা দেখে সেটা নিয়ে একজন আরেকজনের কানে। আরেকজন থেকে আরেকজনের কানে নিন্দা করতে শুরু শুরু করে দিল। সে বিষয়টা নিয়ে কানাকানি করতে লাগলো। নিন্দা করতে শুরু করে দিল । কেউ শুনলো না । শুরু হয়ে গেল নিন্দা করা কাজ। কলেজে যেতে পারে খোঁজ খবর না নিয়ে কি ভাবি তারা গীবত করতে পারে আমাদের এই সমাজটা। ছিঃ! থুক্কু!
একটা ছেলে একটা মেয়েকে মন প্রাণ দিয়ে প্রকৃত ভালবাসে
। এমনকি তারা প্রতিদিন দেখা-সাক্ষাৎ করে স্কুলে কলেজে। সমস্যা তাদের কিছু নেই । যত সমস্যা তারা একজন আরেকজনকে দেখবে শুরু করে দিল কানা ঘষা । যে প্রেম করছে তাদের কোন সমস্যা। যারা দেখছে তাদেরই যেন সকল সংস। যারা প্রেম করে বেড়াচ্ছে তাদের কোন ভ্রুক্ষেপও নাই। সব যেন চিন্তা চেতনা আশেপাশের লোকের। ধিক্কার জানাই, ধিক্কার জানাই তোদের। একটা ছেলে আর একটা মেয়ে যদি ওরা ভালোবেসে বিয়ে-শাদী করে সংসার পাতেই । তাহলে তোদের কি রে ভাই। তোরা এত কানাঘষা করিস কেন। তোদের কিরে ফটকাবাজ সব ।
আমাদের সমাজে কিছু কিছু লোক আছে তারা যে দোষ করে। সে দোষটা তারা ধরে না । না ধরে অন্যের দোষ শুধু খুঁজে বেড়ায় । এটাই এক ধরনের দোষ বা পরনিন্দা করা। এক ধরনের লোক আছে । তারা সব সময় একে অপরের সমালোচনা করে বেড়াই। নিন্দা করা ভালো নয় । তবুও একশ্রেণীর লোক আছে তারা একই অপরের বিপক্ষে কাম কাজ বাদ দিয়ে শুধু গীবত করে বেড়ায়। পরনিন্দা করে বেড়ায়।
আমি বলি, এরা সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। নিকৃষ্ট ব্যক্তি। এদের কাছ থেকে সবাই দূরে থাকবেন । এরা এক নম্বর শয়তান- শয়তান্নী। তাই যারা যতই নিন্দা করে করুক । আমি সেদিকে তাকাবো না । তাদের কোন কথাই আমরা শুনবো না । ওদের মনে যা খুশি তাই করে বেড়াক। ওরা এক শ্রেণীর দুষ্কৃতি লোক । সমাজে ওদের জায়গা নেই। ওরা এক শ্রেণীর পশুর সমতুল্য।
“পাছে লোকে কিছু বলে” এই ধরনের লোক আমাদের পিছনে আছে । একটি ছেলে বা একটি মেয়ে ভালো কাজ করুক বা সমাজের একটা ভালো পদে থাক। সবাই তার পিছনে লাগতে শুরু করলো । তাকে ভালোভাবে জানলো না । তার কাছে কিছু শূনলোনা শুরু করে দিল পরনিন্দা করা । এই ধরনের মানুষগুলো ভালো না। চুরি করা, ঘুষ খাওয়া, সুদখোর, ডাকাতি দেওয়া এসবের চেয়ে সব চেয়ে বড় খারাপ মানুষ হলো পরনিন্দা । যারা পরনিন্দা করে তারা তারা আমাদের কাছে এক ধরনের নিকৃষ্ট মানুষ। তাই আমরা কারো কাছে কোনদিন পরনিন্দা করব না। কারো সমন্ধে কোনদিন গীবত গাবনা । মানুষ সব সময় ভালো পথে চলে ।
আমরা সবাই সেই পথ অনুসরণ করার চেষ্টা করব । আমার জানামতে , আমি কারো কোনদিন ক্ষতি করব না । পারলে কারো উপকার করবো। তবুও কারো অপকার করবো না। এটাই মানুষের সত্য কারের নিয়ম । এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। আমরা সবাই মানুষ । আমরা সবাই সমান ও সমতুল্য। তাই আমরা একে অপরের পাশাপাশি থাকবো । একজন আরেকজনের বিপদে আপদে এগিয়ে আসব । এটাই আমাদের কাম্য। আমরা পরনিন্দা থেকে অনেক দূরে থাকবো। পরনিন্দা গাওয়া এক ধরনের খারাপ অভ্যাস । এটা এক ধরনের নেশা। যারা পারনিন্দা করে এটা আজীবন বেঁচে থাকা পর্যন্ত তারা গীবত যেতে থাকবে । ওরা ভালো মন্দর পার্থক্য বুঝেনা।
একজন জ্ঞানী ব্যাক্তির মাঝে নিন্দা বা প্রজ্ঞার কোন প্রভাব লক্ষ্য করা যায়না।
— গৌতম বুদ্ধ
নিন্দা মানুষ বাইরে থেকেই করতে পারে, তবে ঐ বিষয়ের সঠিক বিচার করতে হলে ভিতরে প্রবেশ করতে হয়।
— রবীন্দ্রনাথ ঠাকুর
নিন্দা সেই করে যার কিছু অর্জন করার মতো যোগ্যতা নেই।
— ইস্ট লাউইন