Bose Arun
Favoured Frenzy
****** নীল *******
নীল নয়নের নীল লেগেছে
নীল আকাশের গায়,
সাগর বুকে নীলের ছটা
তোমার মনের হংস পাখায় i
নীলাম্বরী শাড়ি পড়ে
বসে আছো সাগর বেলায়,
আকাশ এসে দিচ্ছে ধরা
তোমার হাতের পদ্ম নীলায় i
বসে আছো পথ্ চেয়ে তার
সকাল থেকে সাঁঝ বেলায়,
তোমার মনের দখিন বাতাস
ফুলের বনে আবির ছড়ায় i
ভালবাসার আবেশ মাখা
তোমার দুটি চোখের তারায়,
হারিয়ে গিয়ে আমার হৃদয়
তোমার মনে মন ছুঁয়ে যায় i
নীল নয়নের নীল লেগেছে
নীল আকাশের গায়,
সাগর বুকে নীলের ছটা
তোমার মনের হংস পাখায় i
নীলাম্বরী শাড়ি পড়ে
বসে আছো সাগর বেলায়,
আকাশ এসে দিচ্ছে ধরা
তোমার হাতের পদ্ম নীলায় i
বসে আছো পথ্ চেয়ে তার
সকাল থেকে সাঁঝ বেলায়,
তোমার মনের দখিন বাতাস
ফুলের বনে আবির ছড়ায় i
ভালবাসার আবেশ মাখা
তোমার দুটি চোখের তারায়,
হারিয়ে গিয়ে আমার হৃদয়
তোমার মনে মন ছুঁয়ে যায় i