Bose Arun
Favoured Frenzy
********* নীল ভালবাসা ********
আমার কাছে ভালবাসার রঙ নীল
নীল সাগরের নীল জল আমার ভালবাসাকে
লবনাক্ত করে তুলেছে, আমি যে সমুদ্রে
পেতেছি শয্যা, তাই আমি ভয় পাই না আমার
নীল ভালবাসাকে যা আমাকে কাঁদায়, চোখের
জলের লবনাক্ত স্বাদ আমার ঠোঁটে। ভালবাসার
স্বাদ আমার কাছে মিষ্টি নয়, লবন লবন।
যতই শরতের নীল আকাশ নেমে আসুক আমার
বুকে , স্বেত শুভ্র বকের পাখাও হয়ে যায় নীল
আমার বুকের আকাশে। কোথাও খুঁজে পাওয়া
যায় না চাঁদ তারা গ্রহ নক্ষত্র, পুরো আকাশটা
অসীম শুন্যতায় ভরা। মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক
তোমার ক্রুদ্ধদৃষ্টির ঝিলিক কেও হার মানায়।
সিঁদুরের বন্ধন জীবনের সেতুবন্ধন হয়ে আমাকে
বেঁধে রাখতে পারে নি। তোমার অসহিষ্ণুতা তোমাকেই
পীড়া দেবে বার বার। হয়তো তোমার চোখের জল
মিষ্টি, তাই কাঁদতে তুমি ভালবাসো। আমি দূরে
চলে গেলেও আমার নীল ভালবাসা পাঠিয়ে দেবো
তোমার কাছে নীল সাগরের ঢেউ এ ঢেউ এ।...........
আমার কাছে ভালবাসার রঙ নীল
নীল সাগরের নীল জল আমার ভালবাসাকে
লবনাক্ত করে তুলেছে, আমি যে সমুদ্রে
পেতেছি শয্যা, তাই আমি ভয় পাই না আমার
নীল ভালবাসাকে যা আমাকে কাঁদায়, চোখের
জলের লবনাক্ত স্বাদ আমার ঠোঁটে। ভালবাসার
স্বাদ আমার কাছে মিষ্টি নয়, লবন লবন।
যতই শরতের নীল আকাশ নেমে আসুক আমার
বুকে , স্বেত শুভ্র বকের পাখাও হয়ে যায় নীল
আমার বুকের আকাশে। কোথাও খুঁজে পাওয়া
যায় না চাঁদ তারা গ্রহ নক্ষত্র, পুরো আকাশটা
অসীম শুন্যতায় ভরা। মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক
তোমার ক্রুদ্ধদৃষ্টির ঝিলিক কেও হার মানায়।
সিঁদুরের বন্ধন জীবনের সেতুবন্ধন হয়ে আমাকে
বেঁধে রাখতে পারে নি। তোমার অসহিষ্ণুতা তোমাকেই
পীড়া দেবে বার বার। হয়তো তোমার চোখের জল
মিষ্টি, তাই কাঁদতে তুমি ভালবাসো। আমি দূরে
চলে গেলেও আমার নীল ভালবাসা পাঠিয়ে দেবো
তোমার কাছে নীল সাগরের ঢেউ এ ঢেউ এ।...........