****** নীল নদ *****
আসমানী নীলে নীল হয়ে আছে
নীল নদের জল ।
পুকুরের শাপলা ফুলের জল ছবিটার
মতো পিরামিডের ছায়া কাঁপে
মরু ভূমির বুকে, সেই কাঁপা কাঁপা
ছায়ার মাঝে তুমি কি খুঁজে পেয়েছো
তোমার তাজ মহল ?
মরু ভূমির মরীচিকার হাতছানিতে
ছুটে যায় মন, কিন্তু শান্তি কোথায় ?
তাই নীল নদের মোহনায় দাড়িয়ে
চোখ তুলে তাকাও বিস্তৃর্ন নীল
আকাশের দিকে, যে আকাশ ছুঁয়ে
আছে তোমার কৈশোর আর তোমার
যৌবন । ফিরে এসো সেই ঘরে
যেখানে সন্ধ্যা বেলা তুলসী তলে
আজও মাটির প্রদীপ জ্বলে ।......
( এই কবিতা টা অর্কুটের সময় একটি বাঙালি মেয়ে, যে মিশরের পিরামিডের কিউরেটর ছিল। কবিতা লেখা ওর হবি ছিল। আমাকে অনুরোধ করেছিল ওকে নিয়ে একটা কবিতা লিখতে। এটা ওর জন্য লিখেছিলাম।)
আসমানী নীলে নীল হয়ে আছে
নীল নদের জল ।
পুকুরের শাপলা ফুলের জল ছবিটার
মতো পিরামিডের ছায়া কাঁপে
মরু ভূমির বুকে, সেই কাঁপা কাঁপা
ছায়ার মাঝে তুমি কি খুঁজে পেয়েছো
তোমার তাজ মহল ?
মরু ভূমির মরীচিকার হাতছানিতে
ছুটে যায় মন, কিন্তু শান্তি কোথায় ?
তাই নীল নদের মোহনায় দাড়িয়ে
চোখ তুলে তাকাও বিস্তৃর্ন নীল
আকাশের দিকে, যে আকাশ ছুঁয়ে
আছে তোমার কৈশোর আর তোমার
যৌবন । ফিরে এসো সেই ঘরে
যেখানে সন্ধ্যা বেলা তুলসী তলে
আজও মাটির প্রদীপ জ্বলে ।......
( এই কবিতা টা অর্কুটের সময় একটি বাঙালি মেয়ে, যে মিশরের পিরামিডের কিউরেটর ছিল। কবিতা লেখা ওর হবি ছিল। আমাকে অনুরোধ করেছিল ওকে নিয়ে একটা কবিতা লিখতে। এটা ওর জন্য লিখেছিলাম।)
Last edited: