• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

নীল নদ

Bose Arun

Favoured Frenzy
****** নীল নদ *****
আসমানী নীলে নীল হয়ে আছে
নীল নদের জল ।
পুকুরের শাপলা ফুলের জল ছবিটার
মতো পিরামিডের ছায়া কাঁপে
মরু ভূমির বুকে, সেই কাঁপা কাঁপা
ছায়ার মাঝে তুমি কি খুঁজে পেয়েছো
তোমার তাজ মহল ?
মরু ভূমির মরীচিকার হাতছানিতে
ছুটে যায় মন, কিন্তু শান্তি কোথায় ?
তাই নীল নদের মোহনায় দাড়িয়ে
চোখ তুলে তাকাও বিস্তৃর্ন নীল
আকাশের দিকে, যে আকাশ ছুঁয়ে
আছে তোমার কৈশোর আর তোমার
যৌবন । ফিরে এসো সেই ঘরে
যেখানে সন্ধ্যা বেলা তুলসী তলে
আজও মাটির প্রদীপ জ্বলে ।........
 
****** নীল নদ *****
আসমানী নীলে নীল হয়ে আছে
নীল নদের জল ।
পুকুরের শাপলা ফুলের জল ছবিটার
মতো পিরামিডের ছায়া কাঁপে
মরু ভূমির বুকে, সেই কাঁপা কাঁপা
ছায়ার মাঝে তুমি কি খুঁজে পেয়েছো
তোমার তাজ মহল ?
মরু ভূমির মরীচিকার হাতছানিতে
ছুটে যায় মন, কিন্তু শান্তি কোথায় ?
তাই নীল নদের মোহনায় দাড়িয়ে
চোখ তুলে তাকাও বিস্তৃর্ন নীল
আকাশের দিকে, যে আকাশ ছুঁয়ে
আছে তোমার কৈশোর আর তোমার
যৌবন । ফিরে এসো সেই ঘরে
যেখানে সন্ধ্যা বেলা তুলসী তলে
আজও মাটির প্রদীপ জ্বলে ।........
Thank u Neptune ... tumi je kobita valobasho jntam na ...
 
Top