Bose Arun
Favoured Frenzy
হিমেল হাওয়া পরশিয়া কহে
কোথা তব প্রিয় কোন পরবাসে?
আমি শুধু ভাবি কেমনে রহিবো
প্রিয় হারা হয়ে এই মধুমাসে।।
কলিটি ফুটিলে ভ্রমর যে আসে
কেহো তো তারে করেনা আমন্ত্রণ,
তটিনী জলে যে জোয়ার আসে
সেও তো সদাই বিনা নিমন্ত্রণ।।
শ্রাবণ আসিলে বারিধারা ঝরে
সে প্রকৃতির নিয়মে আছে বাঁধা,
যামিনী শেষে ঊষার আগমন
একই সুরে সেও আছে সাধা।।
বসন্ত আসিলে কোকিল কূজনে
সে যে প্রকৃতিকে আনন্দ জাগায়,
বিহগ ফিরিছে বিহগীর আশে
আপনার খুশিতে সবে আসে যায়।।
মানব হৃদয় কেন বেনিয়ম
বোঝে না কোন অন্তর বেদনা?
যাহারে রেখেছিনু হিয়া মাঝারে
সে প্রেমভার সে অনুভবিলোনা।।
মধুঋতুতে বিরহভার মোর
কেমনে সহিবো ভাবিতে পারিনা,
ভুলিয়া সকল চলিয়া যাইলে
কি সুখের তরে তাহাতে জানিনা।।
কোথা তব প্রিয় কোন পরবাসে?
আমি শুধু ভাবি কেমনে রহিবো
প্রিয় হারা হয়ে এই মধুমাসে।।
কলিটি ফুটিলে ভ্রমর যে আসে
কেহো তো তারে করেনা আমন্ত্রণ,
তটিনী জলে যে জোয়ার আসে
সেও তো সদাই বিনা নিমন্ত্রণ।।
শ্রাবণ আসিলে বারিধারা ঝরে
সে প্রকৃতির নিয়মে আছে বাঁধা,
যামিনী শেষে ঊষার আগমন
একই সুরে সেও আছে সাধা।।
বসন্ত আসিলে কোকিল কূজনে
সে যে প্রকৃতিকে আনন্দ জাগায়,
বিহগ ফিরিছে বিহগীর আশে
আপনার খুশিতে সবে আসে যায়।।
মানব হৃদয় কেন বেনিয়ম
বোঝে না কোন অন্তর বেদনা?
যাহারে রেখেছিনু হিয়া মাঝারে
সে প্রেমভার সে অনুভবিলোনা।।
মধুঋতুতে বিরহভার মোর
কেমনে সহিবো ভাবিতে পারিনা,
ভুলিয়া সকল চলিয়া যাইলে
কি সুখের তরে তাহাতে জানিনা।।