Abir91
Active Ranker
কত গুলো না বলা কথা,
আজ কবিতা করে লিখছি ডাইরির পাতায়।
কেন জানি না মনে হচ্ছে, জীবনের
প্রতিটা সময় নতুন অনুভূতি লাগছে
তোমার ছোয়ায়!
কি করে বোঝায় তোমায় সেই অনুভূতির কথা?
যেখানে আছে শুধু সুখ নাই কোনো ব্যাথা।
হতে চাই আমি সেই অনুভূতির কাণ্ডারি,
আর তুমি হও কাণ্ডারির কাণ্ডারিনী।
বলোনি কোনো দিন, তুমি আমায় ভালোবাসো,
আমি ও কোনো দিন বলিনি ভালোবাসি।
তবুও কেন আমরা এত কাছাকাছি?
কতগুলো না বলা কথা,
আজ কবিতা করে লিখছি ডাইরির পাতায়।
যদি আমি হয় ফুল, তুমি হবে তার পাপড়ি।
যদি আমি হয় নয়ন, তুমি হবে তার দীপ্তি।
যদি আমি হয় চন্দ্র, তুমি হবে তার জ্যোৎস্না।
যদি আমি হয় সূর্য, তুমি হবে তার কিরণমালা।
তাই তো!
কতগুলো না বলা কথা,
আজ কবিতা করে লিখলাম
ডাইরির পাতায়।
আজ কবিতা করে লিখছি ডাইরির পাতায়।
কেন জানি না মনে হচ্ছে, জীবনের
প্রতিটা সময় নতুন অনুভূতি লাগছে
তোমার ছোয়ায়!
কি করে বোঝায় তোমায় সেই অনুভূতির কথা?
যেখানে আছে শুধু সুখ নাই কোনো ব্যাথা।
হতে চাই আমি সেই অনুভূতির কাণ্ডারি,
আর তুমি হও কাণ্ডারির কাণ্ডারিনী।
বলোনি কোনো দিন, তুমি আমায় ভালোবাসো,
আমি ও কোনো দিন বলিনি ভালোবাসি।
তবুও কেন আমরা এত কাছাকাছি?
কতগুলো না বলা কথা,
আজ কবিতা করে লিখছি ডাইরির পাতায়।
যদি আমি হয় ফুল, তুমি হবে তার পাপড়ি।
যদি আমি হয় নয়ন, তুমি হবে তার দীপ্তি।
যদি আমি হয় চন্দ্র, তুমি হবে তার জ্যোৎস্না।
যদি আমি হয় সূর্য, তুমি হবে তার কিরণমালা।
তাই তো!
কতগুলো না বলা কথা,
আজ কবিতা করে লিখলাম
ডাইরির পাতায়।