বৃষ্টিকে আমার একটুও পছন্দ না। সবকিছুই কেমন আচ্ছন্ন করে দেয়! আকাশের মুখ ভার হয়ে যায়, আর বাতাসের ভারী.........যখন এসে ঝাপটা মারে চোখে-মুখে, জলের কণা দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করে----খুব দুষ্টু মনে হয়। মলিনতা দূর করতে গিয়েই কেমন সব ধূসর করে দেয়!!
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............