• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

না না না- পছন্দ নয়

Ladywiththelamp

Blabbering and Chattering box of Zozo
Senior's
বৃষ্টিকে আমার একটুও পছন্দ না। সবকিছুই কেমন আচ্ছন্ন করে দেয়! আকাশের মুখ ভার হয়ে যায়, আর বাতাসের ভারী.........যখন এসে ঝাপটা মারে চোখে-মুখে, জলের কণা দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করে----খুব দুষ্টু মনে হয়। মলিনতা দূর করতে গিয়েই কেমন সব ধূসর করে দেয়!!
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............
 
বৃষ্টিকে আমার একটুও পছন্দ না। সবকিছুই কেমন আচ্ছন্ন করে দেয়! আকাশের মুখ ভার হয়ে যায়, আর বাতাসের ভারী.........যখন এসে ঝাপটা মারে চোখে-মুখে, জলের কণা দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করে----খুব দুষ্টু মনে হয়। মলিনতা দূর করতে গিয়েই কেমন সব ধূসর করে দেয়!!
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............
বৃষ্টির দোষ দিয়ে তুই নিজে লুকাস রে ও জীবন!!
 
বৃষ্টিকে আমার একটুও পছন্দ না। সবকিছুই কেমন আচ্ছন্ন করে দেয়! আকাশের মুখ ভার হয়ে যায়, আর বাতাসের ভারী.........যখন এসে ঝাপটা মারে চোখে-মুখে, জলের কণা দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করে----খুব দুষ্টু মনে হয়। মলিনতা দূর করতে গিয়েই কেমন সব ধূসর করে দেয়!!
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............
Megh bristi dekhe tui koris ne voy arale j taar surjo hase...
 
বৃষ্টিকে আমার একটুও পছন্দ না। সবকিছুই কেমন আচ্ছন্ন করে দেয়! আকাশের মুখ ভার হয়ে যায়, আর বাতাসের ভারী.........যখন এসে ঝাপটা মারে চোখে-মুখে, জলের কণা দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করে----খুব দুষ্টু মনে হয়। মলিনতা দূর করতে গিয়েই কেমন সব ধূসর করে দেয়!!
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............
আহা
 
বৃষ্টিকে আমার একটুও পছন্দ না। সবকিছুই কেমন আচ্ছন্ন করে দেয়! আকাশের মুখ ভার হয়ে যায়, আর বাতাসের ভারী.........যখন এসে ঝাপটা মারে চোখে-মুখে, জলের কণা দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করে----খুব দুষ্টু মনে হয়। মলিনতা দূর করতে গিয়েই কেমন সব ধূসর করে দেয়!!
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............
বৃষ্টি হওয়া মানেই আমি ভাবতে থাকি আজকে রাত রের মেনু টা যেনো জম্পেশ হয় । যেনো আমোদ করে গিলতে পারি। :giggle: :giggle:
 
বৃষ্টিকে আমার একটুও পছন্দ না। সবকিছুই কেমন আচ্ছন্ন করে দেয়! আকাশের মুখ ভার হয়ে যায়, আর বাতাসের ভারী.........যখন এসে ঝাপটা মারে চোখে-মুখে, জলের কণা দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করে----খুব দুষ্টু মনে হয়। মলিনতা দূর করতে গিয়েই কেমন সব ধূসর করে দেয়!!
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............
বৃষ্টি মানে উদাস মন
বৃষ্টি মানে হারিয়ে যাওয়া
বৃষ্টি মানে আবেগ ঘন
বৃষ্টি মানে কাছে পাওয়া ll
বৃষ্টি মানে বুক ঢিপ ঢিপ
বৃষ্টি মানে পাগলপারা
বৃষ্টি মানে স্বপ্ন মধুর
বৃষ্টি মানে বাধন হারা ll

ওহে মেঘবালিকা, পিওনের বাগের লুকানো অস্ত্রটির জন্যেই তো দুনিয়া রসাতলে গেল, এটা তোমার কথার কথা, আসলে তুমি বৃষ্টি বড্ড বেশি ভালোবাসো
 
বৃষ্টি আর ভালোবাসা
পূর্ণ শক্তি নিয়ে আসা,
সবকিছু প্রভাবিত করে’
নিজের পথে,
ছাড়া-ধরা
সবকিছু এর সাথে।
 
বৃষ্টি মানে উদাস মন
বৃষ্টি মানে হারিয়ে যাওয়া
বৃষ্টি মানে আবেগ ঘন
বৃষ্টি মানে কাছে পাওয়া ll
বৃষ্টি মানে বুক ঢিপ ঢিপ
বৃষ্টি মানে পাগলপারা
বৃষ্টি মানে স্বপ্ন মধুর
বৃষ্টি মানে বাধন হারা ll

ওহে মেঘবালিকা, পিওনের বাগের লুকানো অস্ত্রটির জন্যেই তো দুনিয়া রসাতলে গেল, এটা তোমার কথার কথা, আসলে তুমি বৃষ্টি বড্ড বেশি ভালোবাসো
Ki jani....tahole aabar vabte boste hobe
 
বৃষ্টিকে আমার একটুও পছন্দ না। সবকিছুই কেমন আচ্ছন্ন করে দেয়! আকাশের মুখ ভার হয়ে যায়, আর বাতাসের ভারী.........যখন এসে ঝাপটা মারে চোখে-মুখে, জলের কণা দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করে----খুব দুষ্টু মনে হয়। মলিনতা দূর করতে গিয়েই কেমন সব ধূসর করে দেয়!!
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............
 
বৃষ্টিকে আমার একটুও পছন্দ না। সবকিছুই কেমন আচ্ছন্ন করে দেয়! আকাশের মুখ ভার হয়ে যায়, আর বাতাসের ভারী.........যখন এসে ঝাপটা মারে চোখে-মুখে, জলের কণা দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করে----খুব দুষ্টু মনে হয়। মলিনতা দূর করতে গিয়েই কেমন সব ধূসর করে দেয়!!
আর তার সাথে নিয়ে আসে একরাশ মন-কেমন।সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর যেটা লুকানো থাকে.....ঠিক সেইটা, সেই সবকে এক নিমেষে বার করে ফেলে পাজিটা। মনটাও শোনে না মানা-------বড় বেহায়া। সব.বৃষ্টির দোষ- সব.................
মোদ্দায় বৃষ্টিকে আমার একটুও পছন্দ না।
একটুও না...............
 

Attachments

  • aabfab83d8058468283c1be79bee1006 (1).jpg
    aabfab83d8058468283c1be79bee1006 (1).jpg
    88 KB · Views: 3
Top