babumoshai
Newbie
শ্বেত চন্দন ভুরু যুগল মাঝে
নয়নতারা অঞ্জন সাজে চায়,
গ্রীবায় জড়িয়ে কনক ভূষন দুটি
ঝুমকোলতা কানের লতিকা বায়।
বিনা সাজেই সুন্দরী তুমি নারী,
মোহিত করেছে তোমার রূপের ছটায়।
নয়নতারা অঞ্জন সাজে চায়,
গ্রীবায় জড়িয়ে কনক ভূষন দুটি
ঝুমকোলতা কানের লতিকা বায়।
বিনা সাজেই সুন্দরী তুমি নারী,
মোহিত করেছে তোমার রূপের ছটায়।