Bose Arun
Favoured Frenzy
***** নবমী ******
(২৩শে.অক্টোবর
নবমীর রাত)
পুজো হয়ে এলো শেষ দশমীর রেশ
জেগে ওঠে নবমী নিশীথে,
মায়ের যাবার সময় হয়ে এলো,
মনোবীণা বেজে ওঠে
বিষাদের গীতিতে।
ফুলেরা নিয়েছে ছুটি কানন থেকে
পাখীরা গাইবে না আর গান,
মা চলে যাবে কাল বাবার কাছে
দিশাহারা আজ সকলের প্রান।
কত ছোটাছুটি কত আনন্দ
কত আলোর রোশনাই ,
আজ নবমী কাল দশমী ,
তখন শুধু নাই নাই আর নাই।
আশীর্বাদ করে যাও মা যাবার বেলা
থাকি যেনো মোরা সুখে,
একটা বছর কাটিয়ে দেবো দেখো
তোমাকে নিয়ে সবাই বুকে।....
(২৩শে.অক্টোবর
নবমীর রাত)
পুজো হয়ে এলো শেষ দশমীর রেশ
জেগে ওঠে নবমী নিশীথে,
মায়ের যাবার সময় হয়ে এলো,
মনোবীণা বেজে ওঠে
বিষাদের গীতিতে।
ফুলেরা নিয়েছে ছুটি কানন থেকে
পাখীরা গাইবে না আর গান,
মা চলে যাবে কাল বাবার কাছে
দিশাহারা আজ সকলের প্রান।
কত ছোটাছুটি কত আনন্দ
কত আলোর রোশনাই ,
আজ নবমী কাল দশমী ,
তখন শুধু নাই নাই আর নাই।
আশীর্বাদ করে যাও মা যাবার বেলা
থাকি যেনো মোরা সুখে,
একটা বছর কাটিয়ে দেবো দেখো
তোমাকে নিয়ে সবাই বুকে।....