Tanvir
Favoured Frenzy
নতুন বছর আসছে,
আবার হাসছে,
সুখের হাওয়া নিয়ে,
সবাই উড়াচ্চে।
পৃথিবী ভরা হবে নতুন আশায়,
স্বপ্ন জোড়াবো,
হৃদয় ভরবে মিষ্টি আলোয়।
ভুলে যাওয়া পুরানো গল্প,
আসছে নতুন কাহিনী,
মন ভরবে ভালোবাসা।
আবার হাসছে,
সুখের হাওয়া নিয়ে,
সবাই উড়াচ্চে।
পৃথিবী ভরা হবে নতুন আশায়,
স্বপ্ন জোড়াবো,
হৃদয় ভরবে মিষ্টি আলোয়।
ভুলে যাওয়া পুরানো গল্প,
আসছে নতুন কাহিনী,
মন ভরবে ভালোবাসা।
শুভ নববর্ষে শোভা ও শান্তি,
সবার জীবন হোক সুখের প্রশান্তি।
পুরোনো গল্পের পৃষ্ঠা মুছে ফেল,
নতুন হাসির রঙে রঙা হোক সব ক্ষণ।
ভুলে গিয়ে যাওয়া অপুর্ব দিন,
আসছে নতুন,
সাথে নিয়ে আসো প্রিয়জন।
আসবে নতুন সূর্য,
নিয়ে আসবে আলো,
ভরবে ভোরে সুরে সবুজ আশা ভরা।
স্বাগত নিচ্ছে নতুন বছরের বাতাস,
হৃদয় খোলো,
নতুন স্বপ্নে পৌঁছাতে হবে প্রস্তুত।