Bose Arun
Favoured Frenzy
*** নকসি কাঁথা ***
তুলির টানে তোমার রঙে
আঁকবো মনের কল্পনা,
স্মৃতির পাতায় কলম দিয়ে
নকসি কাঁথার শব্দ বোনা।
শব্দ গুলো লুকিয়ে আছে
নকসি কাঁথার ফুল গুলিতে,
কবিতা হয়ে ফুটে ওঠে
তোমার হাতের রঙ তুলিতে।
তোমার মনের নীল আকাশে
বকের পাখায় নামটি লেখা,
কোন সে নাম খুঁজতে গিয়ে
খুঁজে না পাই তোমার দেখা।
নকসি কাঁথা নকসি কাঁথায়
হিজিবিজি নকসা ভড়া,
নকসি কাঁথার শব্দ গুলো
কবিতা হয়ে দেয় ধরা।.......
তুলির টানে তোমার রঙে
আঁকবো মনের কল্পনা,
স্মৃতির পাতায় কলম দিয়ে
নকসি কাঁথার শব্দ বোনা।
শব্দ গুলো লুকিয়ে আছে
নকসি কাঁথার ফুল গুলিতে,
কবিতা হয়ে ফুটে ওঠে
তোমার হাতের রঙ তুলিতে।
তোমার মনের নীল আকাশে
বকের পাখায় নামটি লেখা,
কোন সে নাম খুঁজতে গিয়ে
খুঁজে না পাই তোমার দেখা।
নকসি কাঁথা নকসি কাঁথায়
হিজিবিজি নকসা ভড়া,
নকসি কাঁথার শব্দ গুলো
কবিতা হয়ে দেয় ধরা।.......