• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

দ্বীপাবলির স্মৃতি

Boy Friend

Epic Legend
Chat Pro User
*********দ্বীপাবলির স্মৃতি*********


হেমন্তের শেষ প্রহরে যখন মাঠেমাঠে সোনার
বরন ধানের রাশি দোল খাচ্ছে হৈমন্তী বাতাসে,
হেমন্তের নীলআকাশ মেঘ মুক্ত ।
মনে পড়ে তোমার সাথে দেখা হয়েছিল সেই
পুকুর পাড়ে অনেক স্মৃতির ঢেউ বুকে নিয়ে ।
সে দিনও ছিল দ্বীপাবলির রাত, তুমি সেজেছিলে
স্নিগ্ধ প্রদীপ শিখার মতো । এক মনে জ্বেলে
গেছো পুকুর পাড়ে আর পুকুর ঘাটের সাজানো
প্রদীপ গুলো, প্রদীপের আলোয় মোহময়ী হয়ে
উঠেছিল সেই দ্বীপাবলির রাত । চারি দিকে
আলোর রোশনাই রং মশালের আলোয় দ্বীপাবলির
রাত ঝলমল করছে । কিন্তু তোমার
কি মনে পড়ে কত বার এই দ্বীপাবলির
রাতে এই পুকুর পাড়ে প্রজ্বলিত প্রদীপ জলে
ভাসিয়ে দুজনে দুজনার ভালবাসার অঙ্গীকার
করেছি? আজ আবার সেই দ্বীপাবলির রাত, আজ
আর তুমি নেই, একলা আমি সাজিয়ে তুলেছি
সেই স্মৃতির রাত, জলে ভাসন্ত অসংখ্য প্রজ্বলিত
প্রদীপ দিয়ে । আজ আর তোমার সময় নেই,
নেই সেই দ্বীপাবলি রাতের স্মৃতির অনুভূতি ।
এখন তুমি সময়ের অসমান বিরুদ্ধ চারনের
সংশয়ের আঁধারে ঢেকে আছো, ভুলে গেছো আজ
আবার সেই অসংখ্য আলোর রাত । তুমি ভুলে যেতে
পারো, আমি পারিনি ভুলতে, মনে পড়ে যায় তোমার
সেই অঙ্গীকারের কথা যা তুমি রাখতে পারনি ।
আবার হয়তো কোনো এক দ্বীপাবলির রাতে,
কোনো অজানা পথের ধারে তোমার সাথে দেখা
হতে পারে সবুজ তৃণের উর্ধ্যনীলে, হয়তো
তোমারি পথ ভুলে ।...........
যেখানেই থাকো তুমি আমার দ্বীপাবলির উষ্ণ
ভালবাসা নিও ।


######
 
*********দ্বীপাবলির স্মৃতি*********


হেমন্তের শেষ প্রহরে যখন মাঠেমাঠে সোনার
বরন ধানের রাশি দোল খাচ্ছে হৈমন্তী বাতাসে,
হেমন্তের নীলআকাশ মেঘ মুক্ত ।
মনে পড়ে তোমার সাথে দেখা হয়েছিল সেই
পুকুর পাড়ে অনেক স্মৃতির ঢেউ বুকে নিয়ে ।
সে দিনও ছিল দ্বীপাবলির রাত, তুমি সেজেছিলে
স্নিগ্ধ প্রদীপ শিখার মতো । এক মনে জ্বেলে
গেছো পুকুর পাড়ে আর পুকুর ঘাটের সাজানো
প্রদীপ গুলো, প্রদীপের আলোয় মোহময়ী হয়ে
উঠেছিল সেই দ্বীপাবলির রাত । চারি দিকে
আলোর রোশনাই রং মশালের আলোয় দ্বীপাবলির
রাত ঝলমল করছে । কিন্তু তোমার
কি মনে পড়ে কত বার এই দ্বীপাবলির
রাতে এই পুকুর পাড়ে প্রজ্বলিত প্রদীপ জলে
ভাসিয়ে দুজনে দুজনার ভালবাসার অঙ্গীকার
করেছি? আজ আবার সেই দ্বীপাবলির রাত, আজ
আর তুমি নেই, একলা আমি সাজিয়ে তুলেছি
সেই স্মৃতির রাত, জলে ভাসন্ত অসংখ্য প্রজ্বলিত
প্রদীপ দিয়ে । আজ আর তোমার সময় নেই,
নেই সেই দ্বীপাবলি রাতের স্মৃতির অনুভূতি ।
এখন তুমি সময়ের অসমান বিরুদ্ধ চারনের
সংশয়ের আঁধারে ঢেকে আছো, ভুলে গেছো আজ
আবার সেই অসংখ্য আলোর রাত । তুমি ভুলে যেতে
পারো, আমি পারিনি ভুলতে, মনে পড়ে যায় তোমার
সেই অঙ্গীকারের কথা যা তুমি রাখতে পারনি ।
আবার হয়তো কোনো এক দ্বীপাবলির রাতে,
কোনো অজানা পথের ধারে তোমার সাথে দেখা
হতে পারে সবুজ তৃণের উর্ধ্যনীলে, হয়তো
তোমারি পথ ভুলে ।...........
যেখানেই থাকো তুমি আমার দ্বীপাবলির উষ্ণ
ভালবাসা নিও ।


######
Bha.khub valo
 
*********দ্বীপাবলির স্মৃতি*********


হেমন্তের শেষ প্রহরে যখন মাঠেমাঠে সোনার
বরন ধানের রাশি দোল খাচ্ছে হৈমন্তী বাতাসে,
হেমন্তের নীলআকাশ মেঘ মুক্ত ।
মনে পড়ে তোমার সাথে দেখা হয়েছিল সেই
পুকুর পাড়ে অনেক স্মৃতির ঢেউ বুকে নিয়ে ।
সে দিনও ছিল দ্বীপাবলির রাত, তুমি সেজেছিলে
স্নিগ্ধ প্রদীপ শিখার মতো । এক মনে জ্বেলে
গেছো পুকুর পাড়ে আর পুকুর ঘাটের সাজানো
প্রদীপ গুলো, প্রদীপের আলোয় মোহময়ী হয়ে
উঠেছিল সেই দ্বীপাবলির রাত । চারি দিকে
আলোর রোশনাই রং মশালের আলোয় দ্বীপাবলির
রাত ঝলমল করছে । কিন্তু তোমার
কি মনে পড়ে কত বার এই দ্বীপাবলির
রাতে এই পুকুর পাড়ে প্রজ্বলিত প্রদীপ জলে
ভাসিয়ে দুজনে দুজনার ভালবাসার অঙ্গীকার
করেছি? আজ আবার সেই দ্বীপাবলির রাত, আজ
আর তুমি নেই, একলা আমি সাজিয়ে তুলেছি
সেই স্মৃতির রাত, জলে ভাসন্ত অসংখ্য প্রজ্বলিত
প্রদীপ দিয়ে । আজ আর তোমার সময় নেই,
নেই সেই দ্বীপাবলি রাতের স্মৃতির অনুভূতি ।
এখন তুমি সময়ের অসমান বিরুদ্ধ চারনের
সংশয়ের আঁধারে ঢেকে আছো, ভুলে গেছো আজ
আবার সেই অসংখ্য আলোর রাত । তুমি ভুলে যেতে
পারো, আমি পারিনি ভুলতে, মনে পড়ে যায় তোমার
সেই অঙ্গীকারের কথা যা তুমি রাখতে পারনি ।
আবার হয়তো কোনো এক দ্বীপাবলির রাতে,
কোনো অজানা পথের ধারে তোমার সাথে দেখা
হতে পারে সবুজ তৃণের উর্ধ্যনীলে, হয়তো
তোমারি পথ ভুলে ।...........
যেখানেই থাকো তুমি আমার দ্বীপাবলির উষ্ণ
ভালবাসা নিও ।


######
আমি তো বাড়িতেই প্রদীপ জ্বেলে ছিলাম ।
 
আমি তো বাড়িতেই প্রদীপ জ্বেলে ছিলাম ।
তোমার প্রেমিক নেই তাই তুমি একলাই প্রদীপ জ্বালিয়েছ। দেখো পরের বছর প্রেমিকের সাথে পুকুরে প্রদীপ ভাসাতে পারো কি না।
 
*********দ্বীপাবলির স্মৃতি*********


হেমন্তের শেষ প্রহরে যখন মাঠেমাঠে সোনার
বরন ধানের রাশি দোল খাচ্ছে হৈমন্তী বাতাসে,
হেমন্তের নীলআকাশ মেঘ মুক্ত ।
মনে পড়ে তোমার সাথে দেখা হয়েছিল সেই
পুকুর পাড়ে অনেক স্মৃতির ঢেউ বুকে নিয়ে ।
সে দিনও ছিল দ্বীপাবলির রাত, তুমি সেজেছিলে
স্নিগ্ধ প্রদীপ শিখার মতো । এক মনে জ্বেলে
গেছো পুকুর পাড়ে আর পুকুর ঘাটের সাজানো
প্রদীপ গুলো, প্রদীপের আলোয় মোহময়ী হয়ে
উঠেছিল সেই দ্বীপাবলির রাত । চারি দিকে
আলোর রোশনাই রং মশালের আলোয় দ্বীপাবলির
রাত ঝলমল করছে । কিন্তু তোমার
কি মনে পড়ে কত বার এই দ্বীপাবলির
রাতে এই পুকুর পাড়ে প্রজ্বলিত প্রদীপ জলে
ভাসিয়ে দুজনে দুজনার ভালবাসার অঙ্গীকার
করেছি? আজ আবার সেই দ্বীপাবলির রাত, আজ
আর তুমি নেই, একলা আমি সাজিয়ে তুলেছি
সেই স্মৃতির রাত, জলে ভাসন্ত অসংখ্য প্রজ্বলিত
প্রদীপ দিয়ে । আজ আর তোমার সময় নেই,
নেই সেই দ্বীপাবলি রাতের স্মৃতির অনুভূতি ।
এখন তুমি সময়ের অসমান বিরুদ্ধ চারনের
সংশয়ের আঁধারে ঢেকে আছো, ভুলে গেছো আজ
আবার সেই অসংখ্য আলোর রাত । তুমি ভুলে যেতে
পারো, আমি পারিনি ভুলতে, মনে পড়ে যায় তোমার
সেই অঙ্গীকারের কথা যা তুমি রাখতে পারনি ।
আবার হয়তো কোনো এক দ্বীপাবলির রাতে,
কোনো অজানা পথের ধারে তোমার সাথে দেখা
হতে পারে সবুজ তৃণের উর্ধ্যনীলে, হয়তো
তোমারি পথ ভুলে ।...........
যেখানেই থাকো তুমি আমার দ্বীপাবলির উষ্ণ
ভালবাসা নিও ।


######
:Like:
 
Top