Bose Arun
Favoured Frenzy
***** দুটি চোখ ***
বৃষ্টি ভেজা দুটি চোখে
তাকাও তুমি আকাশ পানে,
হৃদয় আমার উথাল পাথাল
পান্না সবূজ মনের বনে।
তুমি নেই তাই ফুল ফোটে না
তুমি নেই তাই চাঁদ ওঠে না,
তুমি নেই আজ ঘুম আসে না
ছুটে চলি তোমার টানে ।
বসে আছি তোমার আশায়
বৃষ্টি ঝরা দিনের শেষে ,
কাজল কালো মেঘের ছোঁয়া
আমার মনে আবেশ আনে ।
তুমি এলে আজ বৃষ্টি হয়ে
তুমি এলে আজ মনকে ছুঁয়ে ,
তুমি এলে তাই আবেশ মাখা
সুর পেয়েছি তোমার গানে ।
বৃষ্টি ভেজা দুটি চোখে …………….
বৃষ্টি ভেজা দুটি চোখে
তাকাও তুমি আকাশ পানে,
হৃদয় আমার উথাল পাথাল
পান্না সবূজ মনের বনে।
তুমি নেই তাই ফুল ফোটে না
তুমি নেই তাই চাঁদ ওঠে না,
তুমি নেই আজ ঘুম আসে না
ছুটে চলি তোমার টানে ।
বসে আছি তোমার আশায়
বৃষ্টি ঝরা দিনের শেষে ,
কাজল কালো মেঘের ছোঁয়া
আমার মনে আবেশ আনে ।
তুমি এলে আজ বৃষ্টি হয়ে
তুমি এলে আজ মনকে ছুঁয়ে ,
তুমি এলে তাই আবেশ মাখা
সুর পেয়েছি তোমার গানে ।
বৃষ্টি ভেজা দুটি চোখে …………….