Bose Arun
Favoured Frenzy
*********দীপাবলির স্মৃতি*********
৷ ৷ ।
হেমন্তের শেষ প্রহরে যখন মাঠেমাঠে সোনার
বরন ধানের রাশি দোল খাচ্ছে হৈমন্তী বাতাসে,
হেমন্তের নীলআকাশ মেঘ মুক্ত ।
মনে পড়ে তোমার সাথে দেখা হয়েছিল সেই
পুকুর ধারে অনেক স্মৃতির ঢেউ বুকে নিয়ে ।
সে দিন ছিল দীপাবলির রাত, তুমি সেজেছিলে
স্নিগ্ধ প্রদীপ শিখার মতো । এক মনে জ্বেলে
গেছো পুকুর পাড়ে আর পুকুর ঘাটের সাজানো
প্রদীপ গুলো, প্রদীপের আলোয় মোহময়ী হয়ে
উঠেছিল সেই দীপাবলির রাত । চারি দিকে
আলোর রোশনাই রং মশালের আলোয় দীপাবলির
রাত ঝলমল করছে । কিন্তু তোমার
কি মনে পড়ে কত বার এই দীপাবলির
রাতে এই পুকুর পাড়ে প্রজ্বলিত প্রদীপ জলে
ভাসিয়ে দুজনে দুজনার ভালবাসার অঙ্গীকার
করেছি আজ আবার সেই দীপাবলির রাত, আজ
আর তুমি নেই, একলা আমি সাজিয়ে তুলেছি
সেই স্মৃতির রাত, জলে ভাসন্ত অসংখ্য প্রজ্বলিত
প্রদীপ দিয়ে । আজ আর তোমার সময় নেই,
নেই সেই দীপাবলি রাতের স্মৃতির অনুভূতি ।
এখন তুমি সময়ের অসমান বিরুদ্ধ চারনের
সংশয়ের আঁধারে ঢেকে আছো, ভুলে গেছো আজ
আবার সেই অসংখ্য আলোর রাত । তুমি ভুলে যেতে
পারো, আমি পারিনি ভুলতে, মনে পড়ে যায় তোমার
সেই অঙ্গীকারের কথা যা তুমি রাখতে পারনি ।
আবার হয়তো কোনো এক দীপাবলির রাতে,
কোনো অজানা পথের ধারে তোমার সাথে দেখা
হতে পারে সবুজ তৃণের উর্ধ্যনীলে, হয়তো
তোমারি পথ ভুলে ।...........
যেখানেই থাকো তুমি আমার দীপাবলির উষ্ণ
ভালবাসা নিও ।
৷ ৷ ।
হেমন্তের শেষ প্রহরে যখন মাঠেমাঠে সোনার
বরন ধানের রাশি দোল খাচ্ছে হৈমন্তী বাতাসে,
হেমন্তের নীলআকাশ মেঘ মুক্ত ।
মনে পড়ে তোমার সাথে দেখা হয়েছিল সেই
পুকুর ধারে অনেক স্মৃতির ঢেউ বুকে নিয়ে ।
সে দিন ছিল দীপাবলির রাত, তুমি সেজেছিলে
স্নিগ্ধ প্রদীপ শিখার মতো । এক মনে জ্বেলে
গেছো পুকুর পাড়ে আর পুকুর ঘাটের সাজানো
প্রদীপ গুলো, প্রদীপের আলোয় মোহময়ী হয়ে
উঠেছিল সেই দীপাবলির রাত । চারি দিকে
আলোর রোশনাই রং মশালের আলোয় দীপাবলির
রাত ঝলমল করছে । কিন্তু তোমার
কি মনে পড়ে কত বার এই দীপাবলির
রাতে এই পুকুর পাড়ে প্রজ্বলিত প্রদীপ জলে
ভাসিয়ে দুজনে দুজনার ভালবাসার অঙ্গীকার
করেছি আজ আবার সেই দীপাবলির রাত, আজ
আর তুমি নেই, একলা আমি সাজিয়ে তুলেছি
সেই স্মৃতির রাত, জলে ভাসন্ত অসংখ্য প্রজ্বলিত
প্রদীপ দিয়ে । আজ আর তোমার সময় নেই,
নেই সেই দীপাবলি রাতের স্মৃতির অনুভূতি ।
এখন তুমি সময়ের অসমান বিরুদ্ধ চারনের
সংশয়ের আঁধারে ঢেকে আছো, ভুলে গেছো আজ
আবার সেই অসংখ্য আলোর রাত । তুমি ভুলে যেতে
পারো, আমি পারিনি ভুলতে, মনে পড়ে যায় তোমার
সেই অঙ্গীকারের কথা যা তুমি রাখতে পারনি ।
আবার হয়তো কোনো এক দীপাবলির রাতে,
কোনো অজানা পথের ধারে তোমার সাথে দেখা
হতে পারে সবুজ তৃণের উর্ধ্যনীলে, হয়তো
তোমারি পথ ভুলে ।...........
যেখানেই থাকো তুমি আমার দীপাবলির উষ্ণ
ভালবাসা নিও ।