Tanvir
Favoured Frenzy
দিনের আলো, প্রখর রোদ,
পড়ছে গরম, ঘামছে গাঁ,
শিশু-বুড়ো কষ্ট পাচ্ছে,
অতিরিক্ত গাঁ ঘামছে ।
প্রকৃতির কী আর দোষ বলো,
চারিদিকে গাছের অভাব হলো,
গাছ কেটে বিল্ডিং বানাচ্ছি,
তাই একটু গাছের ছায়া খুজছি ।
চারিদিকে বড় বড় দালান,
অক্সিজেনের বড়ই অভাব,
তাপমাত্রা 45 ডিগ্রি পার,
এটাই হলো গাছ কাটার ফল।
গাছ থাকলে চারিদিকে,
সবুজ শ্যামলে ভরে ওঠে,
গরম তখন কম লাগে,
গাছের মর্ম এখনি ওঠো বুঝে।
পড়ছে গরম, ঘামছে গাঁ,
শিশু-বুড়ো কষ্ট পাচ্ছে,
অতিরিক্ত গাঁ ঘামছে ।
প্রকৃতির কী আর দোষ বলো,
চারিদিকে গাছের অভাব হলো,
গাছ কেটে বিল্ডিং বানাচ্ছি,
তাই একটু গাছের ছায়া খুজছি ।
চারিদিকে বড় বড় দালান,
অক্সিজেনের বড়ই অভাব,
তাপমাত্রা 45 ডিগ্রি পার,
এটাই হলো গাছ কাটার ফল।
গাছ থাকলে চারিদিকে,
সবুজ শ্যামলে ভরে ওঠে,
গরম তখন কম লাগে,
গাছের মর্ম এখনি ওঠো বুঝে।