Tanvir
Favoured Frenzy
যখন আমি থাকব না,
কি করবি তুই বল না,
আমায় ছাড়া পারবি কি থাকতে,
তোর কি কষ্ট হবে না।
তুই কি ভালোবাসি’স আমায়,
আমি কি আছি, তোর মনের কোণায়,
প্রতি রাতে তোর স্বপনে,
আমি কি থাকি তোর পাশে।
তোর ভালোবাসায় ছিল ছলনা,
আমি তো বুঝতে পারলাম না,
তুই যে আমার ছিলিনা,
করে গেলি শুধু ছলনা।
তোর ছলনার বিষে,
মরি আমি তিলে তিলে,
বুকেতে কষ্ট নিয়ে,
বাঁচি বল আমি কি করে।
কি করবি তুই বল না,
আমায় ছাড়া পারবি কি থাকতে,
তোর কি কষ্ট হবে না।
তুই কি ভালোবাসি’স আমায়,
আমি কি আছি, তোর মনের কোণায়,
প্রতি রাতে তোর স্বপনে,
আমি কি থাকি তোর পাশে।
তোর ভালোবাসায় ছিল ছলনা,
আমি তো বুঝতে পারলাম না,
তুই যে আমার ছিলিনা,
করে গেলি শুধু ছলনা।
তোর ছলনার বিষে,
মরি আমি তিলে তিলে,
বুকেতে কষ্ট নিয়ে,
বাঁচি বল আমি কি করে।