***তোর কথাতে***
এইতো সে দিন বৃষ্টি হয়ে
ভিজিয়েছিলাম তোকে,
বললি আমায় নদী হতে
ভাসবি আমার বুকে।
নদী হয়ে তোকে ছেরে
সাগরের ডাক শুনি,
আবার কবে পাবো তোকে
সেই সময়টা গুনি।
তোর কথাতেই দখীন হাওয়ায়
উড়িয়েছিলাম আঁচল,
রাখালিয়ার বাঁশির সুরে
বাজিয়েছিলি মাদল।
তোর আশাতেই আজকে আমি
আঁকা আকাশ গায়,
একটু মনে জায়গা রাখিস
ভুলিস না আমায়।.......
এইতো সে দিন বৃষ্টি হয়ে
ভিজিয়েছিলাম তোকে,
বললি আমায় নদী হতে
ভাসবি আমার বুকে।
নদী হয়ে তোকে ছেরে
সাগরের ডাক শুনি,
আবার কবে পাবো তোকে
সেই সময়টা গুনি।
তোর কথাতেই দখীন হাওয়ায়
উড়িয়েছিলাম আঁচল,
রাখালিয়ার বাঁশির সুরে
বাজিয়েছিলি মাদল।
তোর আশাতেই আজকে আমি
আঁকা আকাশ গায়,
একটু মনে জায়গা রাখিস
ভুলিস না আমায়।.......