Tanvir
Favoured Frenzy
তোমার চুলের খোঁপায়,
গোলাপ ফুল দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
তোমার কপালে লাঁল টিপ,
ঠোটে রক্ত জবা রং দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
তোমার চুলের ঘ্রাণে,
পৃথিবীর সমস্থ ফুলের,
ঘ্রাণ হার মানবে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
আকাশের কালো মেঘ,
তোমার চোখের কাজল করে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
তোমার হাসি দেখে,
পূর্ণিমার চাঁদ লজ্জায়,
যাবে মেঘের আড়ালে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
তোমার ঐ মিষ্টি মুখে,
একটু হাসি দিও!
আমি তোমাতেই হারিয়ে যাব,
তোমার মনের আকাশে।
গোলাপ ফুল দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
তোমার কপালে লাঁল টিপ,
ঠোটে রক্ত জবা রং দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
তোমার চুলের ঘ্রাণে,
পৃথিবীর সমস্থ ফুলের,
ঘ্রাণ হার মানবে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
আকাশের কালো মেঘ,
তোমার চোখের কাজল করে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
তোমার হাসি দেখে,
পূর্ণিমার চাঁদ লজ্জায়,
যাবে মেঘের আড়ালে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
তোমার ঐ মিষ্টি মুখে,
একটু হাসি দিও!
আমি তোমাতেই হারিয়ে যাব,
তোমার মনের আকাশে।
Last edited: