• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

তোমার চুলের খোঁপায়,

Tanvir

Favoured Frenzy
তোমার চুলের খোঁপায়,
গোলাপ ফুল দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার কপালে লাঁল টিপ,
ঠোটে রক্ত জবা রং দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার চুলের ঘ্রাণে,
পৃথিবীর সমস্থ ফুলের,
ঘ্রাণ হার মানবে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
Leonardo_Diffusion_XL_0.jpg












আকাশের কালো মেঘ,
তোমার চোখের কাজল করে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার হাসি দেখে,
পূর্ণিমার চাঁদ লজ্জায়,
যাবে মেঘের আড়ালে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার ঐ মিষ্টি মুখে,
একটু হাসি দিও!
আমি তোমাতেই হারিয়ে যাব,
তোমার মনের আকাশে।
 
Last edited:
তোমার চুলের খোঁপায়,
গোলাপ ফুল দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার কপালে লাঁল টিপ,
ঠোটে রক্ত জবা রং দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার চুলের ঘ্রাণে,
পৃথিবীর সমস্থ ফুলের,
ঘ্রাণ হার মানবে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
View attachment 195514












আকাশের কালো মেঘ,
তোমার চোখের কাজল করে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার হাসি দেখে,
পূর্ণিমার চাঁদ লজ্জায়,
যাবে মেঘের আড়ালে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার ঐ মিষ্টি মুখে,
একটু হাসি দিও!
আমি তোমাতেই হারিয়ে যাব,
তোমার মনের আকাশে।
Khub Sundor
 
তোমার চুলের খোঁপায়,
গোলাপ ফুল দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার কপালে লাঁল টিপ,
ঠোটে রক্ত জবা রং দিয়ে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার চুলের ঘ্রাণে,
পৃথিবীর সমস্থ ফুলের,
ঘ্রাণ হার মানবে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।
View attachment 195514












আকাশের কালো মেঘ,
তোমার চোখের কাজল করে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার হাসি দেখে,
পূর্ণিমার চাঁদ লজ্জায়,
যাবে মেঘের আড়ালে,
যখন সাজাবো তোমায়,
আমার মনের মতো করে।

তোমার ঐ মিষ্টি মুখে,
একটু হাসি দিও!
আমি তোমাতেই হারিয়ে যাব,
তোমার মনের আকাশে।
তোমার কবিতা গুলো একইরকম ।
 
Ta kamon hobe bolun. Er thake valo kore to er lekthe parina. Valo na hole to korar kisunay. Amar potiva ey porjonto
Thanks comment korar jonno
ওরে নারে ওটা বলিনি আমি মানে তোমার কবিতা গুলো সব ভালোবাসা ভালোলাগা কাছে আসা এইগুলো নিয়ে সেটাই বলেছি।
 
ওরে নারে ওটা বলিনি আমি মানে তোমার কবিতা গুলো সব ভালোবাসা ভালোলাগা কাছে আসা এইগুলো নিয়ে সেটাই বলেছি।
Choto theke valobasa kom peyesi. Setay tar karon. er valobasa, valolaga, kaseasa, agulo na thakle valovabe becethaka jayna thikmoto.
 
Top