Tanvir
Favoured Frenzy
তোমাকে চিরকাল রাখবো পাশে,
দেব না হারাতে,
এই বুকেতে রাখবো যতন করে ।
আমি চলতে চাই তোমার সাথে,
যে পথের নেই কোন সীমানা,
সেথায় যাব আমরা দু’জন প্রিয়া,
হারিয়ে যেতে দেব না।
কোন অভিযোগ থাকলে বলতে পারো,
হারিয়ে যাওয়ার আগে,
হাজারো সংশয় থাকলেও,
চলো যাবো অনেক দূরে।
তোমার সরলতা,
তোমার নম্রতা,
তোমার পরিপূর্ণতা,
জীবনে আমার দাও ওগো প্রিয়।
আমি যখনই দেখবো তোমার ঐ মুখ,
শত বেদনা কষ্ট ভুলে, পাই যেন সুখ।
হাজারো ব্যাথ্যা বেদনা ভুলে,
যখন দেখি তোমাকে,
মনে হয় স্বর্গ টা যেন,
চলে এসেছে আমার কাছে।
দেব না হারাতে,
এই বুকেতে রাখবো যতন করে ।
আমি চলতে চাই তোমার সাথে,
যে পথের নেই কোন সীমানা,
সেথায় যাব আমরা দু’জন প্রিয়া,
হারিয়ে যেতে দেব না।
কোন অভিযোগ থাকলে বলতে পারো,
হারিয়ে যাওয়ার আগে,
হাজারো সংশয় থাকলেও,
চলো যাবো অনেক দূরে।
তোমার সরলতা,
তোমার নম্রতা,
তোমার পরিপূর্ণতা,
জীবনে আমার দাও ওগো প্রিয়।
আমি যখনই দেখবো তোমার ঐ মুখ,
শত বেদনা কষ্ট ভুলে, পাই যেন সুখ।
হাজারো ব্যাথ্যা বেদনা ভুলে,
যখন দেখি তোমাকে,
মনে হয় স্বর্গ টা যেন,
চলে এসেছে আমার কাছে।