Tanvir
Favoured Frenzy
তুমি সুন্দরী,
তুমি মায়ের জাত,
তুমি সকল রূপে অধিকারী।
তোমার মাঝে লুকিয়ে আছে,
ভালবাসার ভান্ডার।
তুমি সব রঙের ফুল,
তোমার মাধুর্যে ভাসে সব কিছু,
মায়ের সৃষ্টি,
প্রেমের সব ভাষা বোঝে,
তোমার হৃদয় মহান।
বাঁচবে তোমার মধ্যে সব আশা,
মায়ের জাত,
তুমি সুন্দরী সৃষ্টির রহস্য।
চাঁদের আলোয়,
তোমার মুখে রঙ,
সুরের মধুর ধারায়,
বাজে রঙিন সঙ্গ।
মায়ের হৃদয় তোমার সাথে পূর্ণ,
সৃষ্টির কারণ,
তুমি মা সৃষ্টির মূল।
তোমার আবেগ,
তোমার ছুঁয়ায় পৃথিবী,
মায়ার এক অদৃশ্য সুরে।
বৃদ্ধি হোক তোমার ভাষার,
ভাষার সৃষ্টি,
কবিতা হোক তোমার কথা,
কথা হোক বিশ্বের শৃঙ্গে।
একটি মায়ের সৃষ্টি হলে তুমি,
সুন্দরী, মাতৃত্বে ভরা,
অদ্ভুত সত্তা।
প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে থাকা,
তাই কবিতা হয়ে যায় এক অমর গান।
তুমি মায়ের জাত,
তুমি সকল রূপে অধিকারী।
তোমার মাঝে লুকিয়ে আছে,
ভালবাসার ভান্ডার।
তুমি সব রঙের ফুল,
তোমার মাধুর্যে ভাসে সব কিছু,
মায়ের সৃষ্টি,
প্রেমের সব ভাষা বোঝে,
তোমার হৃদয় মহান।
বাঁচবে তোমার মধ্যে সব আশা,
মায়ের জাত,
তুমি সুন্দরী সৃষ্টির রহস্য।
চাঁদের আলোয়,
তোমার মুখে রঙ,
সুরের মধুর ধারায়,
বাজে রঙিন সঙ্গ।
মায়ের হৃদয় তোমার সাথে পূর্ণ,
সৃষ্টির কারণ,
তুমি মা সৃষ্টির মূল।
তোমার আবেগ,
তোমার ছুঁয়ায় পৃথিবী,
মায়ার এক অদৃশ্য সুরে।
বৃদ্ধি হোক তোমার ভাষার,
ভাষার সৃষ্টি,
কবিতা হোক তোমার কথা,
কথা হোক বিশ্বের শৃঙ্গে।
একটি মায়ের সৃষ্টি হলে তুমি,
সুন্দরী, মাতৃত্বে ভরা,
অদ্ভুত সত্তা।
প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে থাকা,
তাই কবিতা হয়ে যায় এক অমর গান।